এহসানুল হক, বসিরহাট, আপনজন: বসিরহাটের ভ্যাবলা হাইস্কুল মাঠে শুরু হল ১০ম তম ‘বসিরহাট মিলন মেলা’। টানা ১২ দিন ধরে এই মেলা চলবে। মেলা উপলক্ষ করে বুধবার বিকেল চারটে নাগাদ একটি বিশাল র্যালির আয়োজন করা হয়। এলাকার প্রচুর মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেন। এটি একটি সম্প্রতির মেলা বলে পরিচিত। এদিন ফিতে কেটে মেলার শুভর সূচনা করেন বসিরহাট বিশিষ্ট সমাজসেবী বাদল মিত্র এবং মেলার উদ্যোক্তা পরিমল মজুমদার, কাউন্সিলর রুশা মজুমদার।
সব সম্প্রদায়ের মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন। মেলায় বসেছে নাগরদোলা থেকে শুরু করে সবরকমের ষ্টল। এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তসী ব্যানার্জি। তিনি বলেন, “মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গেই আছেন, কয়েকটি উপনির্বাচনের ফলাফলই তা প্রমাণিত। হিন্দু মুসলিম সবাইকে সম্প্রীতির বার্তা দিতে এই মেলার আয়োজন। বসিরহাটের মানুষ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন বলে জানান তিনি।” উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার, বসিরহাট পৌরসভার কাউন্সিলর ভাস্কর মিত্র, বসিরহাট পৌরসভার বিশিষ্ট সমাজসেবী কৌশিক দত্ত ছাড়া উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট জনেরা। এদিন মেলার উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল নেতা পরিমল মজুমদার বলেন, বসিরহাটের হাই স্কুল মাঠে প্রতিবছরের ন্যায় এ বছরও বারো দিনব্যাপী এক মিলন মেলার আয়োজন করা হয়েছে। আজ বন্যার্ঢ শোভা যাত্রার মধ্য দিয়ে এই মেলা শুরু হয়। আমরা এখান থেকেই সম্প্রীতির বার্তা দিতে চাই। হিন্দু মুসলিম সবাই মিলে মিশে বসবাস করেই আনন্দের মধ্যে দিন কাটাতে চাই। যারা বিভাজনের রাজনীতি করে তাদেরকে আমরা চাই না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct