মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পর্যটনের মানচিত্রে পূর্ব বর্ধমানের মন্দিরময় শহর কালনাকে তুলে ধরতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। শহরের ঐতিহাসিক মন্দিরগুলোর সৌন্দর্যায়ন এবং বিদেশি পর্যটক আকর্ষণে বেশ কয়েক বছর আগে আলো দিয়ে সাজানোর কাজ শুরু হয়েছিল। তবে বর্তমানে বেশ কিছু মন্দির আলোহীন ও অন্ধকারময় অবস্থায় রয়েছে। বর্ষা এলেই মন্দির চত্বরে জল জমে, যা দর্শনার্থীদের জন্য সমস্যার সৃষ্টি করছে। স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকার মিলে নিকাশি ব্যবস্থা ও রাস্তা উন্নয়নের জন্যও পরিকল্পনা গ্রহণ করেছে। কালনার চেয়ারম্যান আনন্দ দত্ত জানিয়েছেন, মন্দিরগুলোর সৌন্দর্য বাড়াতে রাজ্য সরকারের অর্থে নতুন টেন্ডার ডাকা হয়েছিল। তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) অনুমতি সঠিক সময়ে না মেলায় টেন্ডারটি স্থগিত করা হয়েছে। শীঘ্রই নতুন করে টেন্ডার ডাকা হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি, কালনা রাজবাড়ী চত্বরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আলো ও সৌন্দর্যায়ন নিয়ে আলোচনা করা হয় সেখানে। তবে, এএসআই-এর আধিকারিকরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
সামগ্রিকভাবে, রাজ্য সরকারের একাধিক পদক্ষেপে কালনার ঐতিহাসিক মন্দিরগুলোকে বিদেশি এবং দেশীয় পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরের পর্যটনকে বিশ্ব দরবারে তুলে ধরার এই প্রচেষ্টায় স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন যে, নিকাশি ব্যবস্থা ও রাস্তা উন্নয়নের কাজ দ্রুত শেষ হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct