দেবাশীষ পাল, মালদা, আপনজন: টিচার ইনচার্জের চেয়ার দখল করার কেন্দ্র করে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতি এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার শিক্ষাঙ্গনেই শিক্ষকদের মধ্যে দেখা গেল হাতাহাতি। দুই পক্ষের শিক্ষকদের মধ্যে চলল রীতিমতো হাতাহাতি । বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়ের মধ্যেই হয়ে গেল মারামারী। ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা থানার জগদল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। টিআইসির চেয়ার পাওয়া নিয়ে গণ্ডগোল শেষ পর্যন্ত পৌছল দুই পক্ষের শিক্ষকদের মধ্যে হাতাহাতিতে।ডি, আই অফিস সূত্রে জানা গিয়েছে, গত জুন মাসে জগদল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অবসর গ্রহন করেন। সেই সময় প্রধান শিক্ষক বিদ্যালয়েরই সহকারী শিক্ষক তপন মণ্ডলকে টি আই সির দায়িত্ব দিয়ে যান। ফলে বিদ্যালয়ের সমস্ত কাজগপত্র ও আলমারির চাবিও তপনবাবুকে
দিয়ে যান তৎকালীন প্রধান শিক্ষক। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নেননি বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক।
তাঁদের দাবি ছিল, তপন মণ্ডলের বিদ্যালয়ে চাকরীরত কাল অনেক কম। সুতরাং তাঁর জায়গায় সিনিয়র শিক্ষক জীতেন্দ্র নাথ বর্মনকে করতে হবে। সেই মতো ওই সমস্ত শিক্ষক দলগতভাবে ডি আই অফিসে এসে দাবি করেন তপন মণ্ডল অবৈধ্য ভাবে টি আই সি হয়েছে। কারন প্রধান শিক্ষকের কোনো ক্ষমতাই থাকতে পারে না নিজেই কোনো টি আই সি নিয়োগ করবে। যেখানে ম্যানেজিং কমিটিও তপনবাবুকে চায় না। ফলে তপন বর্মনে টি আই সি পদটি অবৈধ। এরপর তৎকালীন ডি আই জুলাই মাস নাগাদ জীতেন্দ্রনাথ বর্মনকে টি আই সি নির্বাচিত করেন। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নেননি তপন মণ্ডল। তিনিও টিআইসি পদ ছাড়তে রাজি নন বলে জানিয়ে দেন। এরপর থেকেই শুরু হয় বিদ্যালয়ের অচলাবস্থা। থমকে পড়ে মি ডে মিল থেকে বিদ্যালয়ের উন্নয়ন। এদিকে গত সোমবার এই বিদ্যালয়ে আপার প্রাথমারী চাকরী পাওয়া এক শিক্ষক জয়েন করতে যান ওই বিদ্যালয়ে। এরপরেই শুরু হয় বিপত্তি। কোন টি আই সি তাঁকে নিয়োগপত্র দেবে তা নিয়েই শুরু হয় বচসা। আর তারপরেই শিক্ষকদের দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে ধেয়ে যায় এবং শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পৌছয়। এবং এই হাতাহাতির এই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন বিদ্যালয়েরই এক শিক্ষক।আর এই ভিডিও কিরে শুরু হয়েছে তোলপাড়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct