সুব্রত রায়, কলকাতা, আপনজন: কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ব ভারতে সেরা। স্বীকৃতি দিল কেন্দ্রীয় সংস্থা। সমগ্র ভারতবর্ষে কলকাতা মেডিকেল কলেজ সত্তর শতাংশ নম্বর পেয়েছে। নিঃসন্দেহে যা গোটা পূর্ব ভারতের মধ্যে সর্বোচ্চ নম্বর। মিলবে আর্থিক পুরস্কারও। গবেষণার তরুণ রাজ্য সরকারি হাসপাতাল গুলিকে স্বীকৃতি দেয় কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর। এবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে ১.২৫ কোটি টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করলো আই সি এম আর। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে গবেষণার ভালো ফলের জন্য এক কোটি পঁচিশ লাখ টাকা অনুদান দেওয়ার পাশাপাশি গবেষণার কাজে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে এই গবেষণা কলকাতা মেডিকেল এবং আইসিএমআর যৌথভাবে করবে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সুপার অঞ্জন অধিকারী জানান ভালো গবেষণা করেছি। তাই এই স্বীকৃতি মিলেছে। আগামী দিন আরো ভালো করে কাজ করতে হবে আমাদের। বড় চ্যালেঞ্জ নিতে হবে। তিনি জানান, মোট কতগুলি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে গত বছর এবং সেসব কোথায় কোথায় প্রকাশিত হয়েছে ও কতজন চিকিৎসক গবেষণায় অংশগ্রহণ করেছেন এই কটি মানদন্ডের উপর বিবেচনা করে স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। তাতেই গোটা পূর্ব ভারতে সর্বোচ্চ নম্বর পেয়ে শীর্ষে পৌঁছেছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct