আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশিকার পরও দুর্নীতির অভিযোগ তুলল বীরভূম জেলায় নানুর বিধানসভার বোলপুর থানার অন্তর্গত বাহিরী গ্রামের চাষীরা। তাদের অভিযোগ সরকারিভাবে বাহিরী গ্রামে কিষাণমন্ডিতে ধান বিক্রি করতে এসে হয়রানির স্বীকার হতে হচ্ছে চাষীদের। দুর্নীতির অভিযোগ তুলে ধান কেনাবেচা বন্ধ করে দিয়ে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় চাষীরা। চাষীদের দাবি যেভাবে পাঁচ কিলো থেকে সাত কিলো বাদ দিয়ে ধান ক্রয় করছে কিষাণ মান্ডিতে। চাষীদের দাবি অগ্রহায়ণ মাসের মাঝামাঝিতে ধান কাটলে কোনরকম ধান ভিজে বা রস থাকে না। তাহলে ওজনে ধান কেন পাঁচ সাত কেজি বাদ যাবে। তাদের আরো দাবি যে সরকারের কোন লিখিত নেই যে এই পরিমাণ ধানের ওজন বাদ দিয়ে ধান কিনতে হবে। চাষীরা আরো জানান তাদের জানা নেই সরকারিভাবে ধানের ওজন বাদ দেওয়া হয়। জোর জবরদস্তি চাষীদের ধান ওজনে বাদ দেওয়া হচ্ছে বলে জনান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct