নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: বাংলাদেশিদের হাতের কব্জি কেটে নেওয়ার হুমকি দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। ফুরফুরায় তিনি বলেন, শুধু বাংলাদেশ নয় যে কোন দেশ ভারতের দিকে হাত বাড়ালে এক মুঠো মাটি নিতে গেলে হাতের কবজি কেটে নেব। আঙ্গুল তুললে সেই আঙ্গুল কেটে নেব। যদি পাকিস্তান এবং বাংলাদেশ হাত মিলিয়ে ভারতবর্ষকে চমকায় তাহলে এ দেশের সংখ্যালঘুরা ছেড়ে কথা বলবে না। ঐদিন চলে গেছে পাকিস্তান আর বাংলাদেশ হাত মিলিয়ে ভারত বর্ষকে চমকাবে। সবাই সুখে শান্তিতে বসবাস করছে এটা চাই। কিছুতেই সুখ শান্তি ঐক্য নষ্ট করার চেষ্টা হলে তা ব্যর্থ হবে। আমরা দেশের ও বাংলার সরকারের দিকে তাকিয়ে আছি। বাংলার মানুষের কাছে একটাই বার্তা আগে ধর্মের পরিচয় না দেখে অসৎ চরিত্রের রাজনৈতিক নেতাদের পাল্লায় পড়ে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট যেন না হয়। করজোড়ে এটাই দেশের মানুষের কাছে আবেদন। সম্প্রতি থাকার একটি মিছিল থেকে কলকাতা দখলের ডাক দেওয়া হয়। শুধু ডাক না চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয়। এই হুমকি দিয়েছিলেন বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা। ঢাকাতে রাওয়া কমপ্লেক্সের নিচে একটি সমাবেশের ডাক দিয়েছিলেন বাংলাদেশের প্রাপ্ত সামরিক সদস্যরা ।সেই সমাবেশের শেষে মিছিল থেকেই এই মন্তব্য করা হয়েছিল। সেই কথা শুনে কেউ হেসেছে ,কেউ বিরক্ত হয়েছে, কেউ আবার বিষয়টিকে পাত্তা না দিয়ে ‘পাগলের প্রলাপ’ বলে উড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তার ওই মন্তব্যে প্রাক্তন ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল বলেছিলেন, আশ্চর্য লাগছে একজন সিনিয়র অফিসার এতটা কাঁচা কথা বলেন কি করে। বাংলাদেশের আর্মড ফোর্সের কত ক্ষমতা হিসাব নিলেই তা বোঝা যাবে। ভারতের যে সামরিক শক্তি রয়েছে তা দুনিয়ায় ৫ নম্বরে। বাংলাদেশ ৩৭ নম্বরে। আমরা অর্থাৎ ভারতবর্ষ কি করতে পারে তা বাংলাদেশ ভালো করে জানে। আর বাংলাদেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, কেউ দখল নিতে এলে আমরা ললিপপ মুখে দিয়ে বসে থাকব না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct