আপনজন ডেস্ক: ম্যানচেস্টার সিটিই শেষ, এরপর আর কোনো ক্লাবে কোচিং নয়—ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিলেন পেপ গার্দিওলা। বয়স হচ্ছে, আগের মতো আর প্রাণশক্তি থাকবে না—এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন এই স্প্যানিশ কোচ। তবে ভবিষ্যতে কোনো জাতীয় দলের কোচ হতে চাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন গার্দিওলা। ৫৩ বছর বয়সী গার্দিওলা গত মাসে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। দু বছর মেয়াদি সেই চুক্তির অর্থ ২০২৬ পর্যন্ত সিটিতেই থাকছেন ২০১৬ সালে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেওয়া বার্সেলোনার সাবেক এই কোচ।
এরপর কী করবেন, সেটিই নিয়েই তারকা শেফ দানি গার্সিয়ার সঙ্গে কথা বলেছেন সিটিকে ১৫টি ট্রফি জেতানো গার্দিওলা। ইউটিউবে প্রচারিত সেই কথোপকথনের গার্দিওলা জানান, সিটি অধ্যায় শেষ হওয়ার পর প্রিমিয়ার লিগ তো নয়ই, অন্য কোনো ক্লাবের হয়েও ডাগআউটে দাঁড়াবেন না, ‘আমি আর কোনো দলে দায়িত্ব নেব না। দূর ভবিষ্যতে কী হবে, তা নিয়ে কথা বলছি না, তবে এতটুকু বলি, ম্যানচেস্টার সিটি ছাড়ার পর অন্য কোনো দেশে গিয়ে এখন যা করছি, সেটি করব না।’
কেন, সেই ব্যাখ্যা এরপরই দিলেন গার্দিওলা, ‘ওই প্রাণশক্তি তো থাকবে না। অন্য কোথাও গিয়ে নতুন করে শুরু করা, আবারও অনুশীলনের সব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া—না, না, না। হয়তো কোনো জাতীয় দলে, তবে সেটি ভিন্ন ব্যাপার।’
নতুন চুক্তি শেষেই সিটি ছাড়বেন কি না, সেটি খুলে না বললেও অবসরে কী করবেন, তা ভেবেই রেখেছেন সিটিকে টানা চারবার প্রিমিয়ার লিগ জিতিয়ে রেকর্ড গড়া কোচ, ‘আমি এই অধ্যায়টাকে পেছনে ফেলে যেতে চাই, এরপর খেলতে চাই গলফ। আমার মনে হয় ছুটি নিলে আমার ভালোই হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct