আপনজন ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো দুইজন। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।
গত সপ্তাহে পশ্চিম জাভার সুকাবুমী জেলায় অতিরিক্ত বৃষ্টিপাত ভূমিধস ও বন্যার সৃষ্টি করে। এতে পাহাড়ি গ্রামগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রবল বৃষ্টিতে বেশ কয়েকটি নদীর তীর ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে।
জানা যায়, বন্যায় ১৭০টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এ অঞ্চলে বেশ কিছু সেতু, সড়ক ও বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct