আপনজন ডেস্ক: জন্ম নিবন্ধনের সাম্প্রতিক অগ্রগতি সত্ত্বেও বিশ্বব্যাপী ১৫ কোটি শিশু ‘অদৃশ্য’, আইনি পরিচয় থেকে বঞ্চিত এবং রাষ্ট্রহীনতা ও অধিকার লঙ্ঘনের ঝুঁকির মধ্যে রয়েছে। ইউনিসেফ মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছে।
জাতিসংঘ শিশু সংস্থা একটি নতুন প্রতিবেদনে অনুমান করেছে, পাঁচ বছরের কম বয়সী ৭৭ শতাংশ শিশুর জন্ম গত পাঁচ বছরে নিবন্ধিত হয়েছে, যা ২০১৯ সাল তেকে দুই শতাংশ বেশি। কিন্তু এই ধরনের ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ সত্ত্বেও ১৫ কোটি অল্প বয়সী শিশু নিবন্ধিত না হওয়ার কারণে আইনি বাধার মধ্যে রয়েছে। আরো ৫০ মিলিয়ন, যাদের নিবন্ধন করা হয়েছে, কিন্তু তাদের কোনো আনুষ্ঠানিক জন্ম সনদ নেই।
একজন ব্যক্তির পরিচয় ও বয়স নিশ্চিত করার জন্য জন্ম সনদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয়তা প্রতিষ্ঠা ও শিশুশ্রম, জোরপূর্বক বাল্য বিবাহ বা সামরিক বাহিনীর অপ্রাপ্তবয়স্ক নিয়োগ থেকে সুরক্ষার জন্য এই ধরনের প্রমাণ প্রায়ই অপরিহার্য। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল প্রতিবেদনের সঙ্গে এক বিবৃতিতে বলেছেন, ‘জন্ম নিবন্ধন নিশ্চিত করে, শিশুরা যেন অবিলম্বে আইনের অধীনে স্বীকৃত হয়, ক্ষতি ও শোষণ থেকে সুরক্ষার জন্য একটি ভিত্তি প্রদান করে, সেই সঙ্গে ভ্যাকসিন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলোতে প্রবেশাধিকার প্রদান করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct