অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: আবাস যোজনার টাকা পেলেও শুরু করা হয়নি নির্মাণ কাজ। প্রথম ধাপের টাকা ঢুকে গিয়েছে বহুদিন আগে। তারপরেও বাড়ি তৈরি করছেন না অনেকই। পুরো বিষয়টি খতিয়ে দেখতে সরে জমিনে স্বয়ং পুরসভার চেয়ারম্যান। সরকারি টাকায় বাড়ি তৈরি না করলে, টাকা ফেরত দেবার কথা স্পষ্ট ভাবে জানিয়ে দেন চেয়ারম্যান।
জানা গিয়েছে, মঙ্গলবার বালুরঘাট পুরসভার অন্তর্গত ১৩,১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে পরিদর্শনে যান বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। সেখানে যারা যারা বাড়ি তৈরি টাকা পেয়েও নির্মাণ কাজও শুরু করেনি, তাদের সাথে কথা বলেন তিনি। দ্রুত বাড়ি তৈরির কাজ শুরু করবার পরামর্শ দেন তিনি। নইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়ে দেন তিনি।
এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানান, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্দেশে আমাদের পৌর দপ্তর থেকে হাউস ফর অল প্রকল্পে সাধারণ মানুষের বাড়িতে ছাদ অর্থাৎ বাড়ি তৈরি করে দেবার উদ্যোগ নেয়া হয়েছে। ফান্ড আমরা এর মধ্যেই রিলিজ করে দিয়েছি। সব মিলিয়ে ৭০ কোটি টাকার প্রজেক্ট এর মধ্যে আমরা ৬৮ কোটি টাকা রিলিজ করে দিয়েছি। সম্প্রীতি বালুরঘাট পৌরসভায় আশা ২ কোটি টাকার মধ্যে প্রায় পনে ২ কোটি টাকাও আমরা রিলিজ করে দিয়েছি। বালুরঘাট পৌরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে যে কাজগুলো চলছে, সেগুলো ঠিক ঠাক ভাবে চলছে কিনা সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে ১১৫ টি পরিবার রয়েছে। তারা টাকা পেয়েছেন অথচ এখনো কাজ শুরু করেনি। সেই সমস্ত বাড়িগুলোতে আমরা পরিদর্শনে যাচ্ছি। যারা টাকা পেয়েও এখনো কাজ শুরু করেনি, তাদেরকে আমরা বেশ কয়েকটি নোটিশ পাঠিয়েছি। আমরা ঠিক করেছি আমরা আবার ৭ দিনের নোটিশ দেব। দ্রুত তাদের কাজ শুরু করতে হবে নতুবা তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেয়া হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct