আলম সেখ, রঘুনাথগঞ্জ, আপনজন: “নদী ভাঙ্গন প্রতিরোধ যাত্রা” একটি গণ আন্দোলন পরিচালনা করছে এসডিপিআই। মঙ্গলবার গঙ্গা-পদ্মা ভাঙ্গনকে সামনে রেখে এসডিপিআই এর এই পদযাত্রার চতুর্থ দিনের সূচনা হল রঘুনাথগঞ্জ খড়খড়ি ব্রিজ থেকে। পদযাত্রায় এসডিপিআই নামক গণতান্ত্রিক দলটির সিনিয়র নেতা বর্গ তাহিদুল ইসলাম, মুহাম্মদ শাহাবুদ্দিন, হাকিকুল ইসলাম সহ দলের ক্যাডাররা এবং সাধারণ জনগণ সহ ভাঙ্গনে ক্ষতিগ্রস্তরা এই পদযাত্রায় শামিল হয়। রঘুনাথগঞ্জ সহ অত্র এলাকার জনগণ এই পদযাত্রাকে বিশেষভাবে স্বাগত জানায়। এই পদযাত্রায় অংশগ্রহণকারী সকলের বিশেষ দাবি গঙ্গা পদ্মা ভাঙ্গন প্রতিরোধের স্থায়ী সমাধান করতে হবে। ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই পদযাত্রা রঘুনাথগঞ্জ ফুলতলা হয়ে হলুদমেল মোড়, মুহাম্মদপুর, ইসলামপুর, জোতকমল, পিয়ারাপুর, ঘোষ পাড়া,তালতলা, কালীতলা, বেলতলা, সন্মতিনগরে প্রবেশ করে। এই পদযাত্রা সন্মতীনগরে অবস্থান করে একটি পথসভার আয়োজন করে। এই পথসভায় বক্তব্য রাখেন রঘুনাথগঞ্জ বিধানসভা কমিটির অন্যতম সদস্য খাইরুল আলম। তিনি গঙ্গা পদ্মা ভাঙ্গনের জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরেন। সরকার নদী ভাঙনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করলেও সেই টাকা নদী ভাঙ্গন প্রতিরোধের ক্ষেত্রে আজও সঠিকভাবে ব্যয় করা হয়নি বলে তিনি দাবি করেন।
রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম গঙ্গা পদ্মা তীরবর্তী এলাকার নেতৃত্বদের বিশেষভাবে দায়ী করেন। রঘুনাথগঞ্জ বিধানসভা কমিটির সভাপতি শহিদুল ইসলাম মহাশয় সংক্ষিপ্ত বক্তব্যে সরকারের উদাসীনতা ও গড়িমসির কথা তুলে ধরেন। এই পদযাত্রার অভিমুখ হলো লালগোলা এমএন একাডেমী ময়দান । সেখানে একটি বিশাল জনসমাবেশের মধ্য দিয়ে এই পদযাত্রা সমাপ্তি ঘোষণা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct