মাফরুজা মোল্লা, জয়নগর, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ও বারুইপুর থানার মধ্যস্থ পিয়ালী নদীর থাকা বেহাল দশা কাঠের সেতুর।আর জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত এলাকাবাসী ও স্কুলের পড়ুয়াদের। ভগ্নদশা প্রায় কাঠের সেতুটি। এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষের কাছে। ক্যানিংয়ের ডেভিসাবাদ, হাটপুকুরিয়া, দক্ষিণ ডেভিসাবাদ, মরাপিয়া, বালুইঝাঁকা ও বারুইপুরের জয়াতলা , বৃন্দা খালি, উত্তরভাগ, মৌতলা, গোড়দা গ্রামের বাসিন্দাদের। আর ওই কাঠের সেতুটি এখন। মরণ ফাঁদ এলাকাবাসীর। আর এমনই চিত্র দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ডেভিসাবাদ গ্রাম
ও বারুইপুরের বৃন্দাখালি অঞ্চলের জয়াতলা গ্রামের মধ্যস্থ পিয়ালী নদীর উপর কাঠের সাঁকোটি। আর মৃত্যুকে সঙ্গী করে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে দুপারের স্থানীয় বাসিন্দাদের৷ দিনের বেলায় কোনক্রমে যাতায়াত করলেও রাতের বেলায় তা আরো বিপদজনক হয়ে ওঠে। বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের ও জয়াতলা হাই স্কুলের পড়ুয়াদেরকে। আর দীর্ঘদিন সংস্কারের অভাবে ভগ্নদশা প্রায় ওই কাঠের সেতুটি। আর ওই কাঠের সেতুটি উপর দিয়ে নিত্যদিন যাতায়াত , টোটো, মোটর সাইকেল, সাইকেল, অটো।আর প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। স্থানীয় ও পড়ুয়া ছাত্র-ছাত্রীদের দাবি, কাঠের সেতুটি কে দ্রুত সংস্কার করার পাশাপাশি কংক্রিটের ব্রিজ তৈরি করুক। এ বিষয়ে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস
সরদার বলেন, ‘এই কাঠের সেতু মেরামত করা হয়েছিল। আবার দেখ্য হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct