নিজস্ব প্রতিবেদক , মুর্শিদাবাদ, আপনজন: ২০২৩ সালের ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেছেন মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অর্জুনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক তথা সামসেরগঞ্জের ভাসাইপাইকর পঞ্চায়েতের অন্তর্গত মহব্বতপুর গ্রামের বাসিন্দা মহম্মদ রফিকুল ওয়ারা। কিন্তু অবসর গ্রহণের প্রায় একবছর পরেও চালু হয়নি পেনশন।তাই তিনি গত ১৩/১১/২৪ তারিখে কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছেন।তার পরিপ্রেক্ষিতে গত ২৭/১১/২৪ বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য বাদী ও বিবাদী পক্ষের কৌঁসুলির বক্তব্য শোনার পর অর্জুনপুর হাইস্কুলের টিচার ইনচার্জ এবং মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শককে পনেরো দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৮ ডিসেম্বর। মামলার শুনানি চলাকালীন অর্জুনপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক ও মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শকের কৌঁসুলিগণ যৌথভাবে জানান যে, ওই প্রধান শিক্ষক অবসর গ্রহণের আগে দীর্ঘ দিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এমনকি তার বিরুদ্ধে মিড ডে মিল সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি তিনি অবসর গ্রহণের দিনও বিদ্যালয়ে হাজির হননি। স্বভাবতই অবসরের আগে কাউকে দায়িত্ব হস্তান্তর করে সমস্ত হিসেব নিকেশ বুঝিয়ে দেননি। তাই তার সার্ভিস বুক আপডেট করা হয়নি। ফলে অবসর গ্রহণ করার পরেও ওই প্রধান শিক্ষকের পেনশন চালু হয়নি। এমনকি প্রভিডেন্ট ফান্ডের টাকাও হাতে পাননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct