মোল্লা মুয়াজ ইসলাম , বর্ধমান, আপনজন: শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পলাশন অঞ্চলের রামবাটি মুসলিম পাড়ার বাসিন্দা ২৪ বছরের সেখ রমজান। নিখোঁজ হওয়ার পর তিন মাস পার হলেও এখনও তার কোনো খোঁজ মেলেনি। এই পরিস্থিতিতে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে রমজানের পরিবার।
নিখোঁজ সেখ রমজান কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। বাড়িতে রয়েছে তার সাত মাসের মেয়ে, স্ত্রী, বাবা-মা এবং ভাই।
জানা গেছে, রমজান মানসিক ভারসাম্যহীন থাকায় গত ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে লুঙ্গি পড়ে হুগলির আরামবাগের চান্দুর ব্যাপারী পাড়ায় শ্বশুরবাড়িতে চলে যান। সেখান থেকে ৬ সেপ্টেম্বর, শুক্রবার সকাল আটটার সময় লুঙ্গি পরেই বাড়ির উদ্দেশে রওনা দেন। এরপর থেকেই তার আর কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ হওয়ার সময় রমজানের গায়ে ছিল সবুজ ছাপা লুঙ্গি এবং সাদা-কালো ছাপা জামা। তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৪’৬”, নাকের একপাশে নাক ফোঁড়ার দাগ এবং নাকের ওপর একটি কাটা দাগ রয়েছে। পরিবার আরও জানিয়েছে, তিনি সব সময় চোখ পিটপিট করতেন।
ঘটনার বিষয়ে ৮ সেপ্টেম্বর আরামবাগ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ সেখ রমজানের বিষয়ে কোনো তথ্য পেলে অনুগ্রহ করে নিকটবর্তী থানায় অথবা পরিবারের দেওয়া ৮১০১৮৬২৪৯৪ মোবাইল নম্বরে দ্রুত জানানোর অনুরোধ জানিয়েছে তার পরিবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct