সাদ্দাম হোসেন মিদ্দে , ভাঙড়, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় মহাবিদ্যালয় ফের বিতর্কে। এবার সাংবাদিক চিহ্নিত করে প্রবেশে নিষেধাজ্ঞা ফতোয়া দিলেন অধ্যাপিকা।৯ ডিসেম্বর ২০২৪ সোমবার ভাঙড় মহাবিদ্যালয় মাঠে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মহাবিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান নবিন বরণ ও আনন্দ লহরী উৎযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপিকা নন্দা ঘোষ বক্তব্য রাখছিলেন। বক্তব্য দেওয়া কালে দর্শন বিভাগের প্রধান ওই অধ্যাপিকা সাংবাদিকদের আক্রমণ করে বসেন। অধ্যাপিকা নন্দা ঘোষ এদিন বলেন, “আমি চাই সেরকম সাংবাদিকদের যেন রিন্টুরা (প্রাক্তন ছাত্র তথা দক্ষিণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি) এন্টি না দেয়। যারা প্রচারের থেকে অপপ্রচার করেন বেশি। ভাঙড়ের সাংবাদিকদের আমি ব্যক্তিগতভাবে চিনি না। চিনতে চাইও না। আমি সোজা কথা সোজা ভাবে বলি। তাই অনেকেই আমাকে অপছন্দ করতে পারেন।”অধ্যাপিকার বিতর্কিত বক্তব্য চলাকালে পাশে বসে ছিলেন ভাঙড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বীরবিক্রম রায়, বাংলা বিভাগের প্রধান নিরুপম আচার্য, বড় বাবু (হেড ক্লার্ক) কুদ্দুস আলি, ভাঙড় থানার ওসি, ভাঙড় ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি, প্রাক্তন ছাত্র তথা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সাবিরুল ইসলাম রিন্টু প্রমুখ।অধ্যাপিকার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভাঙড় প্রেস ক্লাব। তবে ভাঙড় মহাবিদ্যালয়ের সভাপতি বাহারুল ইসলাম ও অধ্যক্ষ বীরবিক্রম রায় অধ্যাপিকার কথা সমর্থন করেন না বলে প্রেস ক্লাবকে জানিয়েছেন।সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা ওই অধ্যাপিকার কোনো প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি “আপনজন” প্রতিনিধির পক্ষে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct