নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: ফের বির্তকিত মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।বাবরি মসজিদ তৈরি নিয়ে সোমবার মন্তব্য করেছিলেন। ফের মঙ্গলবার তিনি জানালেন বাবরি মসজিদ উদ্বোধনে প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রীকে আমন্ত্রন জানাবেন।বাংলাদেশ ইস্যুতে হুমায়ুন এর বক্তব্য “ বাংলাদেশ খুবই বাড়াবাড়ি করছে, যারা বাপ দাদাকে ভুলে যায় তাদের নিয়ে কোন কথা বলবো না। “দখল” মন্তব্য করা ঠিক হয় নি” ।ভারত না থাকলে বাংলাদেশের জন্মই হত না, মন্তব্য করেন হুমায়ুন কবীর।শুভেন্দু অধিকারীকে একহাত নিয়ে এদিন তিনি বলেন, “ শুভেন্দু অধিকারী গোসা হয়ে তার বিরুদ্ধে নানান মন্তব্য করছেন। তিনি মুর্শিদাবাদে তার আসাটা ভুলে গেছেন কিন্তু খেয়ে ফিরে যাওয়া ভুলতে পারেন নি, মন্তব্য হুমায়ুনের। শুভেন্দু শুধু “সনাতনি সনাতনি করছে”বলে দাবি করেন তৃণমূল বিধায়ক। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা অথবা রেজিনগর এলাকায় তৈরি হবে বাবরি মসজিদ। সোমবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। কমপক্ষে দু একর জায়গা কেনা হবে। তার থেকে বেশি জায়গাও হতে পারে। এর জন্য ২০০ জনেরও বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষদের নিয়ে একটি ট্রাস্ট গঠন করা হবে। সেই ট্রাস্ট ২০২৫ সালের ৬ ডিসেম্বর থেকে বাবরি মসজিদ তৈরীর কাজ শুরু করবে। এরপর সেই মসজিদ তৈরি করতে পাঁচ বছর সময় লাগতে পারে। কিন্তু ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষজনের বসবাস। তাদের ধর্মের ভাবাবেগের কথা চিন্তা করে মুর্শিদাবাদ জেলাতে এই বাবরি মসজিদ স্মৃতি সৌধ তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকদের বিধায়ক হুমায়ুন কবীর আরও জানান,বেলডাঙায় বা রেজিনগর অর্থাৎ বহরমপুর থেকে কিছুটা দূরে কোন স্থানে এই বাবরি মসজিদ তৈরি করব।২০২৫ সালের ৬ ডিসেম্বর থেকে কাজ শুরু করব। তিনি জানান,আমার নিজের জমি বিক্রি করে ১ কোটি টাকা দেব এই মসজিদ তৈরি করার জন্য। তৃণমূল বিধায়ক দাবি করেন, মুর্শিদাবাদ মালদা ও তোর দিনাজপুর জেলায় সবচেয়ে বেশি মুসলমান সম্প্রদায়ের মানুষজনের বাস পশ্চিমবঙ্গে। সেখানে উত্তরপ্রদেশে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের বসবাসের সংখ্যা অতি নগণ্য।অথচ গোটা মুর্শিদাবাদ এলাকায় ৭৫% মুসলমান সম্প্রদায়ের মানুষজনের বসবাস।তাঁদের ভাবাবেগকে স্বীকৃতি দিয়ে এই মসজিদ তৈরি করব আমি।তিনি আরো দাবি করেন, ইতিমধ্যে রবিবার একটি জলসায় গিয়ে বাবরি মসজিদ তৈরি করার কথা ঘোষণা করেছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct