আপনজন ডেস্ক: বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে পৃথিবীর প্রায় অর্ধেক ভূমি মরুভূমিতে পরিণত হওয়ার পথে বলে মন্তব্য করেছে জাতিসঙ্ঘ মরুকরণবিরোধী সংস্থা ইউনাইটেড নেশন্স কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন (ইউএনসিসিডি)।
শুষ্ক এবং কম বৃষ্টিপাতপ্রবণ এলাকার এসব ভূমিতে বিশ্বের ৪৫ শতাংশ কৃষি কার্যক্রম পরিচালিত হলেও চরম খরা এবং জলবায়ু পরিবর্তন দ্রুত এই অঞ্চলগুলোকে অনুর্বর মরুভূমিতে রূপান্তর করছে।
বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ এই শুষ্ক ভূমিগুলোতে বাস করে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভূমির ‘অবনতি‘র কারণে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য ও ব্যাপক উদ্বাস্তু সমস্যার মুখোমুখি হতে হবে। এই পরিস্থিতি মোকাবেলায় সৌদি আরবে কপ-১৬ সম্মেলনে ২০৩০ সালের মধ্যে ১ দশমিক ৫ বিলিয়ন হেক্টর মরুকৃত ভূমি পুনরুদ্ধারের আহ্বান জানানো হবে।
মরুকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উর্বর ভূমি জীববৈচিত্র্য এবং উৎপাদনশীলতা হারিয়ে মরুভূমিতে পরিণত হয়। জাতিসঙ্ঘের মতে, বর্তমানে বিশ্বের অন্তত ৪০ শতাংশ ভূমি মরুকরণের শিকার। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, বন ধ্বংস এবং অপ্রত্যাশিত কৃষি কার্যক্রমের পাশাপাশি নগরায়ণ এই সমস্যার প্রধান কারণ।
২০২৪ সাল সবচেয়ে উষ্ণ বছর বলে মূলায়িত হতে চলেছে। জাতিসঙ্ঘের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে খরা বিশ্বের ৭৫ শতাংশ জনসংখ্যাকে প্রভাবিত করতে পারে।
জাতিসঙ্ঘর মতে, নারীরা চাইতে পুরুষরা সাধারণত উচ্চ ফলনশীল একক সংস্কৃতিতে মনোযোগ দেয়, যা দ্রুত ভূমির অবনতি ঘটায়।
মরুকরণের ফলে খাদ্য নিরাপত্তা এবং টেকসই কৃষি ব্যবস্থা ঝুঁকিতে পড়ছে। প্রতিনিয়ত উর্বর ভূমি অবনতির শিকার হওয়ায় জীববৈচিত্র্য হ্রাস, ক্ষুধা ও দারিদ্র্য বাড়ছে।
জাতিসঙ্ঘের মতে, সীমিত সম্পদের কারণে সঙ্ঘাত এবং বাধ্যতামূলক স্থানান্তরের মতো সামাজিক সমস্যা দেখা দিতে পারে।
জাতিসঙ্ঘের মরুকরণবিরোধী সংস্থা ইউনাইটেড নেশন্স কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন (ইউএনসিসিডি) নির্বাহী সচিব ইব্রাহিম থিয়াও বলেন, ‘ভূমি আমাদের জীবনধারণের ভিত্তি, যা আমাদের খাদ্য সরবরাহ করে, অর্থনীতি শক্তিশালী করে এবং আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখে।’
মরুকরণ রোধে পদক্ষেপ
জাতিসঙ্ঘ মাটি পুনরুদ্ধার এবং টেকসই কৃষি ব্যবস্থা উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে। পশ্চিম আফ্রিকায় ‘হাফ-মুন’ তৈরির মাধ্যমে পানি ধারণক্ষমতা বাড়ানো হচ্ছে যা স্থানীয়ভাবে সহজে তৈরি করা সম্ভব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct