আপনজন ডেস্ক: উত্তর প্রদেশের ফতেহপুরে বান্দা-ফতেহপুর সড়ক দখলের অভিযোগে ১৮০ বছরের পুরনো একটি মসজিদের একাংশ ভেঙে ফেলা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে যে নুরি জামা মসজিদকে দখলকৃত কাঠামোটি সরানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে, তবে মসজিদ কমিটি এর বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সময় ঘটনাটি ঘটে।
ফতেপুরের অর্থ ও রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ ত্রিপাঠি সংবাদমাধ্যমকে বলেন, কমিটি হাইকোর্টে কিছু পিটিশন দাখিল করেছে, তবে এটি এখনও শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, আজ যে কাঠামোটি ভেঙে ফেলা হয়েছে তা গত তিন বছরে নির্মিত হয়েছিল এবং মসজিদের মূল ভবনটি অক্ষত রয়েছে।
ত্রিপাঠীর মতে, গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) আগস্টে দোকানদার, বাড়ির মালিক এবং মসজিদ কমিটি সহ ১৩৯ জনকে রাস্তা দখল করে নির্মিত কাঠামো অপসারণের জন্য নোটিশ জারি করেছিল। রাস্তা মজবুত করা ও ড্রেন তৈরির কাজ শুরু করতেই জবরদখল সরানোর উদ্যোগ নিয়েছে পূর্ত দফতর। তিনি বলেন, পূর্ত দফতর সব বিল্ডিংয়ের জবরদখল অংশকে চিহ্নিত করে দিয়েছে। যাদের নোটিশ দেওয়া হয়েছিল তারা সকলেই সেপ্টেম্বরে দখলদারিত্ব সরিয়ে দিয়েছে। মসজিদ কমিটি মসজিদ সংলগ্ন ভবন সংলগ্ন দোকানগুলোর বেদখল করা অংশও ভেঙে দেয়। কমিটি মসজিদের অংশের কাঠামো সরানোর আশ্বাস দিয়েছিল, কিন্তু তারা তা তৈরি করেনি। মসজিদের কথিত দখলকৃত কাঠামোটি ভেঙে ফেলার সময় পিডব্লিউডি সুরক্ষা প্রদানের জন্য প্রশাসনের সহায়তা চেয়েছিল। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত পুলিশ বাহিনী ছিল জানিয়ে ত্রিপাঠী বলেন, ধ্বংসের সময় কোনও বিক্ষোভ হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct