এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: উত্তর ২৪ পরগণার বনগাঁ সাংগঠনিক জেলা ‘আইএনটিটিইউসি’র পক্ষ থেকে অনুষ্ঠিত হলো শীত বস্ত্র প্রদান কর্মসূচি । বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষের তত্ত্বাবধানে তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রায় দশ হাজার খেটে খাওয়া মেহনতি শ্রমিকদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় । সংগঠনের পক্ষ থেকে মোট ১৩ হাজার শীত বস্ত্র প্রদান করা হবে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র পক্ষ থেকে মৃত তিন শ্রমিকের পরিবারের হাতে পঁচিশ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। সংগঠনের ২০২৫ সালের নতুন ক্যালেন্ডার এর উদ্বোধন করেন বিশিষ্টজনেরা ।
রবিবার বনগাঁ অভিযান সংঘের মাঠে আইএনটিটিইউসি’র শীত বস্ত্র প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বরূপনগরের বিধায়ক বীনা মন্ডল, বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ, নদীয়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি দেবাশীষ গাঙ্গুলী, আইএনটিটিইউসি’র রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ মৈত্র, জেলা সভাপতি তাপস দাশগুপ্ত, সনদ চক্রবর্তী, মনোজ চক্রবর্তী, কৌশিক দত্ত, জেল সংখ্যালঘু তৃণমূলের সভাপতি ইমরান হোসেন, জেলা পরিষদের সদস্য শুভজিৎ দাস প্রমুখ ৷
আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হওয়ায় কথা মতো বনগাঁ আইএনটিটিইউসি’র শীত বস্ত্র প্রদান কর্মসূচিতে উপস্থিত না হতে পেরে মোবাইলের মাধ্যমে শুভেচ্ছা জানান ৷ বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র কাজকর্মে সন্তোষ প্রকাশ করে সভাপতি নারায়ণ ঘোষের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন ৷ বনগাঁ পুরসভার পুরপ্রধান ও তৃণমূল নেতা গোপাল শেঠ আইএনটিটিইউসি’র উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার আহ্বান জানান ৷ সাম্প্রদায়িক বিজেপির প্ররোচনায় পা না দিয়ে দেশের তথা রাজ্যের শান্তি সম্প্রীতি অক্ষুন রাখার বার্তা দেন গোপাল।
বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নিরবিচ্ছিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct