দেবাশীষ পাল, মালদা, আপনজন: ড্রেনেজ তৈরি হওয়ার কথায় খুশি এলাকাবাসী। পাকা ড্রেনের সার্ভে শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ। মিষ্টিমুখ করালেন স্থানীয় কাউন্সিলরকে।
এর আগে ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হয়েছিলেন, সিপিএম, কংগ্রেস ও বিজেপির। নামে পৌরসভা হলেও আজও গ্রাম্য পরিবেশ সেখানকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূলের সিম্বলে এই পৌর নির্বাচনে জয়ী হয়েছেন সুজিত কুমার সাহা। পুর বোর্ড তৃণমূল কংগ্রেসের। বিগত দিনে রাস্তা, পানীয় জল ও আলোর সমস্যা অনেকটাই সমাধান করতে পেরেছেন বর্তমান কাউন্সিলর। তবে বৃষ্টিতে জল জমে থাকে এলাকায়। সেই জল নিকাশির জন্য প্রয়োজন পাকা ড্রেন।
ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ বিভিন্ন দপ্তর ও মন্ত্রীকে চিঠি দিয়ে এলাকায় পাকা ড্রেনের দাবি করেছিলেন স্থানীয় কাউন্সিলর। অবশেষে তার আবেদনে রবিবার দুপুরে সার্ভে শুরু হয় ওয়ার্ডের তেলিপুকুর, সূর্যসেন, কলোনি, জাহাজ ফিল্ড, দক্ষিণপাড়া, কুলদীপ মিশ্র কলোনি সহ বেশ কিছু এলাকায় প্রায় আড়াই কিলোমিটার পাকা ড্রেনের সার্ভে করা হয়। উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর সুজিত কুমার সাহা সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা। ড্রেনের সার্ভে হয় খুশি এলাকার মানুষ। তারা ধন্যবাদ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী, চেয়ারম্যান ও কাউন্সিলরকে। এলাকার মানুষ কাউন্সিলরকে লাড্ডু খাইয়ে ধন্যবাদ জানান। সুজিত বাবু জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি সমস্যা। বিগত দিনে বিভিন্ন দলের যারা কাউন্সিলর হয়েছিলেন তারা কাজ করেননি।
পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান সহ বিভিন্ন জায়গায় ড্রেনের আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। অবশেষে রবিবার সেই পাকা ড্রেনের সার্ভে শুরু হয়েছে। তিনি ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ও ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কে। আগামী ২০২৫ সালের সেই ড্রেনের কাজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct