নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন, মুর্শিদাবাদ এর আয়োজনে ৮ ডিসেম্বর বহরমপুরে অনুষ্ঠিত হল মেধা অন্বেষণ পরীক্ষা ২০২৪ পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ফলাফলের ভিত্তিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য । মুর্শিদাবাদ জেলার ৬ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় । গত ১৭ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ।
মেধা অন্বেষণ পরীক্ষা ২০২৪-এ সর্বোচ্চ স্থান অধিকার করে জলঙ্গি ব্লকের আদর্শ শিক্ষা নিকেতনের ছাত্রী শবনব মোস্তারি । সর্বোচ্চ ১০ জনের মধ্যে উল্লেখযোগ্য স্থান অধিকার করে যেসব শিক্ষা প্রতিষ্ঠান- আল হুদা মডেল মিশন, কাশীপুর আজমল একাডেমী, ডুবোপাড়া মডেল স্কুল, আল ইকরা মিশন । এছাড়াও সেরা দশের মধ্যে স্থান করে আল মোমিন মিশন এর মুনতাসিন রৌনক, শক্তিপুর আলামিন মিশন এর নওয়াজ আলী। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীদের সাথে উপস্থিত ছিলেন অভিভাবকগণও। এদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সমাজকর্মী জসীমউদ্দীন শেখ, প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন এর সম্পাদক শেখ মফেজুল, সহসভাপতি শেখ কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ গোলাবুর রহমান, সদস্য মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা গণ
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct