আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: সীমান্তবর্তী চাপড়ায় ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’প্রকল্পকে জনপ্রিয় করতে অভিনব উদ্যোগ চাপড়ায়। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ ‘ প্রকল্প।সম্প্রতি নদীয়া জেলা বাইক এবং গাড়ি দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির হার কমাতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছিল। চালকরা যাতে হেলমেট পড়ে বাইক চালান এবং অন্যান্য নিরাপত্তা বিধি ও ট্রাফিক আইন মেনে চলেন তার জন্য সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছিল।এমনকি হেলমেট ছাড়া পেট্রোল পাম্প থেকে তেল মিলবে না বলেও জানিয়ে দেওয়া হয়।পাশাপাশি বিধি না মানলে কড়া শাস্তির হুশিয়ারী দেওয়া হয়। তবুও তাতে হুঁশ ফেরেনি কারও। দেখা গিয়েছে , বেশির ভাগ দুর্ঘটনায় মৃত্যু বা গুরুতর জখম হওয়ার কারন মাথায় হেলমেট না থাকা। বারবার প্রচারেও কান না দিয়ে হেলমেট বিধি মানছেন না অনেকেই। রবিবার ভারত বাংলাদেশ
সীমান্তবর্তী চাপড়া থানার এলেম নগর থেকে শ্রীনগর পর্যন্ত বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে একটি পদযাত্রার আয়োজন করে তেহট্ট ট্রাফিক পক্ষ থেকে উপস্থিত ছিলেন তেহট্ট ট্রাফিক ইন্সপেক্টর শিবাজী গুহ ও চাপড়া ট্রাফিক ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct