দেবাশীষ পাল, মালদা, আপনজন: আবাস তালিকায় নামের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন সিটুর জেলা কাউন্সিল সদস্য। মালদহের মানিকচকের দক্ষিণ চাঁদপুর এলাকার ঘটনা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের ভূতনীর দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের লটিহারা এলাকায়। জানা গেছে, আক্রান্ত সিটু নেতার নাম দানেশ আলি। তিনি সিচুর মালদা জেলা কমিটির সদস্য। এদিন সকালে স্থানীয় তৃণমূল নেতা আবির আলি সহ তার পরিবারের লোকজনেরা মিলে দানেশ আলির উপর হামলা চালায় এবং ধারালো ছুরির আঘাতে তাকে গুরুতর জখম করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র কোরে দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। একে, অপরের উপর হামলা, পাল্টা হামলা চালায় বলে খবর। দুইপক্ষের লোকজনেরা একে, অপরের বাড়ি লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি শুরু করে। বাইক ভাঙচুর করে। অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে আহত সিটু নেতা দানেশ আলির অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে, মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনায় দানেশ আলির পরিবারবর্গ সহ মানিকচক ব্লকের সিটু নেতৃত্বের অভিযোগ, ভূতনীর দক্ষিণ চন্ডীপুরে স্থানীয় তৃণমূল নেতা আবির আলির আত্মীয়-স্বজন মিলে মোট ১২ জনের নাম আবাস তালিকায় রয়েছে। এর প্রতিবাদ জানিয়ে দানেশ আলি কিছুদিন আগেই বিডিও ও জেলাশাসককে অভিযোগ জানিয়েছিলেন। সেই আক্রোশবশত তার উপর স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা মিলে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করেছে। তাই এই ঘটনায় জড়িতদের তারা শাস্তির দাবী জানাচ্ছেন।যদিও তৃণমূলের অঞ্চল সভাপতি দীজেন মন্ডলের দাবী এটা কোন রাজনৈতিক ঝামেলা নয় । পুরনো জমি বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। এবং অভিযুক্ত আবির আলি তাদের দলের করেন না। সমর্থক হতে পারেন এই ঘটনায় তৃণমূল জরিত নয় ।এদিকে এই ঘটনার খবর পেয়ে ভূতনী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনার তদন্ত নেমে মোট চারজনকে আটক করে বলে খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct