এম মেহেদী সানি, অশোকনগর, আপনজন: সাধারণ মানুষকে উন্নত পরিষেবা দানের লক্ষ্যে বিধায়কের জোড়া কর্মসূচি অনুষ্ঠিত হল অশোকনগরে ৷ উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী রবিবার অশোকনগর বিধানসভার গুমা-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় জল নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য ড্রেন নির্মাণের সূচনা করেন। অন্যদিকে অশোকনগর পৌরসভার ৯ নং ওয়ার্ডে সাধারণ বাসিন্দাদের অভাব অভিযোগ ও অসুবিধার কথা জানতে “ওয়ার্ডে বিধায়ক” কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৷
নভেম্বর মাসে প্রথম ‘ওয়ার্ডে বিধায়ক’ নারায়ণ গোস্বামীর নয়া উদ্যোগে উপকৃত হয়েছিল অশোকনগর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ ৷ রবিবার দ্বিতীয় ‘ওয়ার্ডে বিধায়ক’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মিললো ৷ বিধায়ককে হাতের নাগালে পেয়ে রাস্তা, পানীয় জল, ড্রেন, বার্ধক্য ভাতা, রুপশ্রী, বাড়ির সমস্যা, জমির রেকর্ড সহ ব্যক্তিগত সমস্যাও জানান অশোকনগর পৌরসভা ৯ নং ওয়ার্ডের সাধারণ বাসিন্দারা ৷ সাধারণ মানুষের সমস্যার যথাযথ সমাধানের আশ্বাস দেন নারায়ণ গোস্বামী ৷ জানা গিয়েছে,পর্যায়ক্রমিকভাবে অশোকনগর পৌরসভার ২৩ টি ওয়ার্ডেই এই কর্মসূচি হবে ৷
অন্যদিকে এ দিন বিধায়ক নারায়ন গোস্বামী-র প্রচেষ্টায় জেলা পরিষদের অর্থানুকূলে গুমা ২ পঞ্চায়েতের অন্তর্গত নবপল্লী গ্রামে ছোট খাল হইতে তাজপুর মুসলিম পাড়া নিজামউদ্দিন মোল্লার বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে ৷ প্রকল্পের উদ্বোধন করেন নারায়ণ গোস্বামী ৷ জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি নির্মাণ করতে ব্যয় হবে ৮, ৪৭, ৩৫৯.০০ টাকা ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct