নিজস্ব প্রতিবেদক, হলদিয়া, আপনজন: ছুটির সকালে হঠাৎ পাশের বাড়িতে ছোট্ট একটা বাজি ফাটার শব্দ শুনতে পেয়েছিলেন পড়শিরা।কিন্তু তাতে বিশেষ একটা কেউ আমল দেননি। তারপরে যে দৃশ্য ফুঁটে উঠল গা ছমছম করে উঠল।বিকট চামড়া পোড়া গন্ধ,আর কালো ধোঁয়া গ্রাস করে নিয়েছে এলাকাকে।এমন ঘটনা ঘটবে তা ভাবতেও পারছেন না প্রতিবেশীরা,এমন নৃশংসতা বৌমা ঘটাবে তা কল্পনার বাইরে।বৌমা শাশুড়ির সম্পর্ক যে ভাল না,তা প্রতিবেশীরা জানতেন।এই ঘটনার খবর পেয়ে সুতাহাটার পুলিশ হোড়খালী অঞ্চলের পার্বতীপুর উওর গ্রামে যায় পুতুলরানি দাসের বাড়িতে, সেখানেই পুলিশ দেখেন ঘর থেকেই বেরোচ্ছে ধোঁয়া আর সঙ্গে বিকট গন্ধ।ঘরের ভিতরে হাত পা বাঁধা অবস্থায় বৃদ্ধার ঝলসে যাওয়া দেহ পড়ে আছে,পুলিশ দেহ উদ্ধার করেন। বউমার বিরুদ্ধে অভিযোগ ওঠে হাত পা বেঁধে শাশুড়িকে দরজা বন্ধ করে পুড়িয়ে মেরেছে,ঐদিন বাড়িতে কেউ না থাকায় কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেন শাশুড়িকে। পুলিশ জানায় মৃতার নাম রাজুবালা দাস। বয়স প্রায় ৮০বছর। প্রতিবেশীরা বলে,ঘরে যখন দগ্ধ হচ্ছিলেন শাশুড়ি,তখনি বৌমা বাড়ি ছেড়ে পালিয়ে যান। বৃদ্ধার দেহ ময়না তদন্তের জন্য হলদিয়া সাব ডিভিশন হাসপাতালে পাঠানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct