এহসানুল হক, বসিরহাট, আপনজন: বেডস পরিবারের পক্ষ থেকে থ্যালাসেমিয়া নিয়ে সচেতন অনুষ্ঠান বসিরহাটের খোলাপোতায়। রবিবার সকাল ১০ টা থেকে বসিরহাটের প্রান্তিক ময়দান হতে অনুষ্ঠানকে ঘিরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বসিরহাটের বিভিন্ন পুলিশ আধিকারিক, ছিলেন মাটিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক, বসিরহাটের বিশিষ্ট সমাজসেবী বাদল মিত্র, হাড়োয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লা, উপস্থিত ছিলেন বেস পরিবারের সভাপতি শফিকুল ইসলাম, ছিলেন চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ একাধিক বিশিষ্টজনেরা। প্রান্তিক ময়দান হতে চাঁপাপুকুর হয়ে খোলাপোতায় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথমে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা। তারপর পায়রা উড়িয়ে শান্তির বার্তা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই প্রতিযোগিতায় বহু প্রতিযোগী অংশ নেয়। তারপর বেলা বারোটা নাগাদ মাটিয়া থানার অন্তর্গত খোলাপোতা তপবন পাঠ মন্দিরের অডিটোরিয়ামে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক এলাকার বিশিষ্ট জনেরা। এদিন আব্দুল খালেক মোল্লা বলেন, এই সংগঠনটি দেশের বিভিন্ন জায়গায় তারা সমাজের কাজ করছে। আমার খুব ভালো লেগেছে, আমিও এই সংগঠনের সঙ্গেও জড়িত। অসহায় মানুষদের পাশে রয়েছে এই সংগঠন। আপনাদের বলব মানুষের সঙ্গে কাজ করতে হলে এই রকম সংগঠনের সঙ্গে থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে এই অনুষ্ঠানকে আমি সাফল্য কামনা করি। এদিন বিশিষ্ট সমাজসেবী বাদল মিত্র বলেন, আমি বলবো ওরা শুধু বসিরহাটে নয় সারা জায়গায় সংগঠনটি কাজ করে চলেছে। আজকে তারা খুব ভালো অনুষ্ঠান করেছে। রকম একটা অনুষ্ঠানে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি চাই এই সংগঠন আরও এগিয়ে যাক আমি ওদের পাশে রয়েছি। সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম বলেন, থ্যালাসেমিয়া মানুষের একটা বড় ব্যাধি, এই থ্যালাসেমিয়াকে নির্মূল করতে আমাদের প্রয়াস। থ্যালাসেমিয়াকে সামনে নিয়ে মানুষের মধ্যে একটা প্রচার অভিযান। সেই দিকে লক্ষ্য রেখে আজ বসিরহাট থেকেই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমাদের যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct