নকীব উদ্দিন গাজী, ডায়মন্ড হারবার, আপনজন: ফুটবল উৎসবে পায়ের জাদুতে ডায়মন্ড হারবার মাতালেন জোস ব্যারেটো। রবিবার ডায়মন্ড হারবার আলিঙ্গন ক্লাবের ৩২ তম ফুটবল উৎসবের ফাইনাল খেলা উপলক্ষে ডায়মন্ড হারবার নেতাজী ময়দানে আসেন ফুটবলার জোস ব্যারেটো। মাঠে দর্শকদেরকে তার নিজের পায়ের জাদু দেখানোর পাশাপাশি ফুটবল উৎসব উপভোগ করেন তিনি।
দক্ষিন ২৪ পরগনার ঐতিহ্যবাহী ফুটবল উৎসব আলিঙ্গন ক্লাবের ফুটবল উৎসব। যা দেখতে কয়েক হাজার মানুষ ভিড় জমান।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, এস ডিপিও সাকিব আহমেদ , ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস ও ডায়মন্ড হারবার থানার আইসি, আলিঙ্গন ক্লাবের সম্পাদক বাকিবিল্লাহ ও গেম সেক্রেটারি সাবির আহমেদ ভূপতি ছিলেন।
আটটি দলের খেলা হয় যেখানে প্রতিটি দলের দুজন করে বিদেশি প্লেয়ার ছিল। চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠানে ফুটবল তারকা ব্যারঠ উপস্থিত হয়ে ফুটবল প্রেমিক মানুষদেরকে হাত নাড়ে শুভেচ্ছা বিনিময় করে পাশাপাশি মোহনবাগান কে নিয়ে তিনি স্লোগানও দেন। এদিন মাঠে উপস্থিত হয়ে দর্শক দেখে আপ্লুত ফুটবল তারকা ব্যারোটর তিনি বলেন গ্রাম বাংলা এইসব মানুষগুলো আছে বলে ফুটবল আজ এত জনপ্রিয় গ্রামের ছেলেদের কে ফুটবল খেলাবেন আগামী দিনের জাতি ভারতের। তারা প্রতিনিধিত্ব করতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct