আপনজন ডেস্ক: রবিবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলের হারের পরেই মহম্মদ শামিকে নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। সতীর্থ সম্পর্কে ভারতের অধিনায়ক বলেছেন, ‘ওর জন্য অবশ্যই দরজা খোলা আছে। আমরা এখন ওর ফিটনেসের দিকে নজর রাখছি। কারণ, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় ওর হাঁটু ফুলে গিয়েছিল। এর ফলে ওর এখানে এসে টেস্ট ম্যাচ খেলার প্রস্তুতি ধাক্কা খেয়েছে। আমরা ওর ব্যাপারে অত্যন্ত যত্নবান। আমরা ওকে এখানে এনে খেলিয়ে এমন পরিস্থিতিতে ফেলে দিতে চাই না যাতে ও ফের চোট পায়। আমরা ওর বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত হয় তারপরেই এখানে নিয়ে আসতে চাই। কারণ, ও দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলেনি। আমরা ওর উপর চাপ তৈরি করতে চাই না।’
বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ভালো পারফরম্যান্স দেখানোর পরেই শামির জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। রঞ্জি ট্রফির পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভালো বোলিং করেছেন শামি। এই পেসার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ২ ম্যাচে খেলতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালের পর থেকেই জাতীয় দলের বাইরে এই পেসার। তিনি গোড়ালির চোট সারাতে অস্ত্রোপচার করিয়েছেন। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন শামি। তিনি ঘরোয়া ক্রিকেটে বোলিং করলেও, এখনও ১০০ শতাংশ ফিটনেস ফিরে পাননি। এই কারণেই জাতীয় দলে ফেরা পিছিয়ে যাচ্ছে।
রোহিত ইঙ্গিত দিয়েছেন, ১০০ শতাংশ ফিট হয়ে উঠলেই জাতীয় দলে ফিরবেন শামি। মেলবোর্ন ও সিডনিতে খেলতে পারেন এই পেসার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct