আপনজন ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি ইহুদী উপাসনালয় (সিনাগগে) পরিকল্পিত অগ্নিসংযোগকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তীব্র নিন্দা জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্ষোভের ঝড় উঠেছে। প্রধানমন্ত্রী বলেছেন, এই ঘটনা অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অ্যান্টি-সেমিটিজমের একটি উদাহরণ। গত শুক্রবার ভোররাতে মেলবোর্নের রিপনলিয়া এলাকার আদাস ইসরায়েলি উপাসনালয়ে (সিনাগগে)মুখোশধারী দুজন হামলাকারী আগুন লাগিয়ে দেন। আগুনে ভবনের বড় অংশ ক্ষতিগ্রস্ত হলেও গুরুতর আহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী আলবানিজ এই ঘটনাকে সন্ত্রাসী কার্যকলাপের সংজ্ঞায়িত উদাহরণ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “এটি একটি পরিকল্পিত হামলা, যার উদ্দেশ্য ছিল সম্প্রদায়ের মধ্যে ভয় সৃষ্টি করা।” পুলিশ এখনও হামলাকারীদের সন্ধানে রয়েছে এবং সোমবার তারা এই ঘটনার আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করার বিষয়ে সিদ্ধান্ত নেবে। ঘটনাটির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটিকে অস্ট্রেলিয়ার লেবার সরকারের অ্যান্টি-ইসরায়েল অবস্থানের ফলাফল হিসেবে বর্ণনা করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct