আপনজন ডেস্ক: সিরিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের অতর্কিত অভিযানের পর তারতুস ঘাঁটি থেকে রাশিয়ার কোনো জাহাজ বের হয়নি। ভূমধ্যসাগরে মহড়ার কারণে ভুল অনুমানের ওপর ভিত্তি করে গণমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। রোববার (৮ ডিসেম্বর) কাতারে ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ এ কথা বলেন। সম্প্রতি খবর ছরায়, দীর্ঘদিন ধরে আসাদ সরকারকে জোড়াল সাপোর্ট দিয়ে আশা রাশিয়ার নৌবাহিনীর জাহাজ সিরিয়ার তারতাস বন্দর ছেড়ে চলে গেছে। তবে তখন কোনো মন্তব্য করেনি রাশিয়া। এই ইস্যুতেই পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, রুশ জাহাজ তারতাস নৌঁঘাটি ছেড়ে যায়নি। বরং মিডিয়ায় যা ছড়ানো হচ্ছে, তা গুজব। তিনি বলেন, ভূমধ্যসাগরে সামরিক মহড়া চালানো হচ্ছে। সম্ভবত স্যাটেলাইট চিত্রগুলো এটাকে অন্য কিছু ভেবে নিয়েছিল।
তুরস্ক, ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল শনিবার দোহায় সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ে আলোচনা করেছেন। মস্কো ২০১৫ সালে সিরিয়ার সংঘাতে হস্তক্ষেপ করেছিল এবং সরকারি বাহিনীকে আল-নুসরা এবং ইসলামিক স্টেটসহ (পূর্বে আইএসআইএস) বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীকে পরাজিত করতে সহায়তা করেছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct