আপনজন ডেস্ক: গাজার অপর নাম ধ্বংসপুরী। যেদিকে তাকানো যায় শুধু পড়ে রয়েছে মৃতদেহের সারি আর রক্তস্নাত মাটি। চারিদিকে ধ্বংসস্তুপ ছাড়া আর কিছুই নজরে পড়বে না। এই ধ্বংসস্তুপের মধ্যেও নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন মায়সা ইউসেফ নামের এক ফিলিস্তিনি নারী চিত্রশিল্পী। এই কঠিন সময়ে বেঁচে থাকার একমাত্র সম্বল হিসেবে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরেছেন। তার শখের চিত্রকর্মের মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরছেন। এমনই দৃশ্য অবাক করল গোটা বিশ্ববাসীকে। ফিলিস্তিনি চিত্রশিল্পী মায়সা ইউসেফ এখনও কঠিন যুদ্ধের মধ্যে শিশুদের জন্য আর্ট সেশন করেন। তিনি মধ্য গাজার দেইর এল-বালাহতের বাসিন্দা। এই অঞ্চলটি ইজরায়েলি বাহিনী ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসপ্রাপ্ত একটি বাড়িকে ঘিরে তিনি শখের স্টুডিও বানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, ফিলিস্তিনি শিশুরা ধ্বংসাবশেষের মধ্যেও তার আর্ট স্টুডিওতে বসে আঁকা অনুশীলন করছেন। এদিকে মন দিয়ে সেশনের শিশুদের সময় দিচ্ছেন মায়সা। গাজায় চলমান ইজরায়েলি আগ্রাসনের মধ্যে মায়সার এই লড়াই মন কেড়েছে বিবেকবান মানুষদের। যেভাবে ধ্বংসলীলার মাঝেও চিত্রশিল্পী মায়সা লড়াই চালিয়ে যাচ্ছেন তাকে শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই।
গত এক বছর পার হতে চলল, হামাসবিরোধী অভিযানের নামে এখনও গাজায় নির্বিচারে গণহত্যা করে চলেছে ইজরায়েল। গত বছরের ৭ অক্টোবর ইজরায়েল জুড়ে আকস্মিক হামলা হামাস সংগঠন। বন্দি করে নিয়ে যায় বহু ইজরায়েলি জনগনকে। এর প্রতিশোধ নিতে পাল্টা-প্রতিক্রিয়া জানাতে খুব বেশি সময় নেয়নি ইজরায়েল। এর পর থেকেই নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ইজরায়েলের বর্বর হামলা থেকে রেহাই পাচ্ছে না নিরিহ শিশুরাও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct