আপনজন ডেস্ক: আরজেডি নেতা এবং বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব রবিবার বলেছেন, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভারতীয় ব্লকের কোনও প্রবীণ নেতার নেতৃত্ব দিতে তাঁর কোনও আপত্তি নেই। তবে এই সিদ্ধান্তে অবশ্যই ঐকমত্যের মাধ্যমে পৌঁছানো উচিত। তেজস্বী যাদব সাংবাদিকদের বলেন, ইন্ডিয়া জোট এই বিষয়ে চিন্তাভাবনা করেনি ও সমস্ত স্টেকহোল্ডারদের নিয়ে আলোচনা হওয়া উচিত। তিনি বলেন, মমতার নেতৃত্ব নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। তবে নেতা বাছাইয়ের ক্ষেত্রে একসঙ্গে বসে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া দরকার। আরজেডি প্রধান তেজস্বী যাদব বলেন, আমরা এখনও অবশ্য সম্মিলিতভাবে ভবিষ্যতের নেতৃত্বের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিইনি। তবে কে নেতা হবেন এবং ভবিষ্যতের রোডম্যাপ নিয়ে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা হবে ঐকমত্যের মাধ্যমে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct