সারিউল ইসলাম , মুর্শিদাবাদ, আপনজন: শুক্রবার বিকেলে তিনদিন ব্যাপী মুর্শিদাবাদ জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের সূচনা হলো লালবাগের নূতনগ্রাম হাইস্কুল ময়দানে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, সদর মহকুমা শাসক, উপ-শাসক লালবাগ, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের একাধিক আধিকারিক সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা। লালবাগ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক নন্দিতা পাত্র বলেন, ‘জেলার মধ্যে লালবাগ মহকুমায় লোকসংস্কৃতি শিল্পী সর্বাধিক। সেই কারণে লালবাগের নূতনগ্রাম হাইস্কুল ময়দানে গতবছরের মত এবছরও এই অনুষ্ঠানের আয়োজন করেছে জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তর।’
মন্ত্রী আখরুজ্জামান বলেন, ‘চর্চার অভাবে যেসব শিল্প-সংস্কৃতি গুলো অবলুপ্ত হতে বসেছিল সেগুলোকে লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার ধরে রাখতে সক্ষম হয়েছে।’ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, ‘বাংলার শিল্প, সংস্কৃতি বা প্রতিভা বজায় রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই একটা অংশ তিন দিনব্যাপী এই অনুষ্ঠান।’
মুর্শিদাবাদের বিভিন্ন শিল্প-সংস্কৃতি যেমন আলকাপ, রাইবেশে, কবিগান, জারিগান, আদিবাসী নৃত্য, বাউল গান, যাত্রাপালার মত সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে শুক্র, শনি ও রবিবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct