নিজস্ব প্রতিবেদক , ফরাক্কা, আপনজন: এসডিপিআই আয়োজিত নদী ভাঙ্গন প্রতিরোধ যাত্রার উদ্বোধন হল মুর্শিদাবাদের ফরাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজ মাঠ থেকে। মুর্শিদাবাদ জেলায় অভ্যন্তর্গামী দুই প্রধান নদী হল গঙ্গা নদী ও পদ্মা নদী। উক্ত দুই নদীর দশকের পর দশক ধরে ভাঙ্গনের শিকার হয়ে আসছে। বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদা জেলার সংযোগস্থলে গড়ে তোলা ফরাক্কা ব্যারেজ মধ্য ও দক্ষিণবঙ্গের অর্থনৈতিক ও সামাজিক জীবনে নেতিবাচক ভূমিকা পালন করেছে। তীরবর্তী গ্রামগুলি ভাঙনের শিকার হয়েছে। রাজ্য সহ সভাপতি স্বপন কুমার বিশ্বাস বলেন, মুর্শিদাবাদ ও মালদা জেলা অনেক ওজনদার রাজনৈতিক নেতা তৈরি করেছে কিন্তু নদী ভাঙন বন্ধ করার জন্য কেউই কার্যকর ভূমিকা পালন করেনি। ফলে গঙ্গা ও পদ্মা নদী তীরবর্তী এলাকার মানুষের জীবনে অবর্ণনীয় দুর্গতি বয়ে নিয়ে আসছে। রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম বলেন, নদী ভাঙ্গন হল রাষ্ট্রীয় সমস্যার একটি প্রধান অঙ্গ। তিনি বলেন আগামীতে ইতিহাস বলবে গঙ্গা পদ্মা ও ভাগীরথী মালদা ও মুর্শিদাবাদের দুঃখ। তিনি গঙ্গা পদ্মা ভাগীরথীর ভাঙনের সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। রাজ্য সহ সভাপতি মোঃ সাহাবুদ্দিন নদী ভাঙন প্রতিরোধে সরকারের উদাসীনতা ও ব্যর্থতার কথা তুলে ধরেন। মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি “অধিকার বাংলা” র রক্তিম ঘোষ একাধিক নদী বিশেষজ্ঞের মতামত তুলে ধরে ফরাক্কা ব্যারেজের অবৈজ্ঞানিক কাঠামোর কথা উল্লেখ করেন। রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম জানানম এই পদযাত্রার সমাপ্তি হবে ১৪ ডিসেম্বর লালগোলার এম এন একাডেমী ময়দানে ‘গর্জন সমাবেশ’-এর মাধ্যমে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct