সাবের আলি , বড়ঞা, আপনজন: পৃথিবীতে শিক্ষকদের পরিচিতি সমাজ গড়ার কারিগর হিসেবে। সে অর্থে বলতে গেলে মা-বাবার পরেই সন্মানের যে স্থানটা পেয়ে থাকেন শিক্ষকরাই। আর সেই শিক্ষককূলের কোনও সদস্যের থেকেই যদি অসামাজিক কোনও কাজের অভিযোগ আসে, তখন গোটা সমাজ সেই শিক্ষককে বাঁকা নজরে দেখে বৈকি। এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের, কুলি কলেজ ঘোষ স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিভাবকের অভিযোগ তিনি নাকি মদ্যপান করেন । এবং শুধু অভিযোগই নয় বিভিন্ন সরকারি দপ্তরে ১২দফা লিখিত অভিযোগ জানায় তারা।তবে প্রধান শিক্ষক সাদুকুল ইসলাম বলেন মিথ্যা অভিযোগ ভিত্তিহীন অভিযোগ। আমি দুমাস ধরে অসুস্থ আমার স্ট্রোক হয়েছিল আমার চিকিৎসা চলছিল তাই আমি স্কুল আসতে পারিনি। হাঁটা চলাচল করার সময় আমার পা টা ঠিক মতো মাটিতে পড়ে না। সেই কারণে অনেকে সন্দেহ করে আমি অসুস্থ আমি একজন রোগী। আমার বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে সব মিথ্যা। এটা একটা চক্রান্ত করে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান কুলি কলেজ ঘোষ স্কুলের প্রধান শিক্ষক। ও স্কুলের সহকারী শিক্ষকরা বলেন প্রধান শিক্ষক অসুস্থ তবে স্কুলের কোন অসুবিধা আমরা হতে দিই না। সমস্ত ক্লাস আমরা নিয়ে থাকি। অভিভাবক নীলু দার শেখ বলেন, আজ নয় অনেকদিন থেকে এই স্কুলের পঠন পাঠন স্কুলের পরিকাঠামো মিড ডে মিলের খাবার থেকে শুরু করে। দিন দিন অক্যজ হয়ে পড়ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct