সেখ রিয়াজুদ্দিন , বীরভূম, আপনজন: আগামী ১৫ ই ডিসেম্বর থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর সিউড়িতে অবস্থিত তিলপাড়া মিহিরলাল ব্যারেজ মেরামতের জন্য দুই মাস ভারী যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয় জেলা প্রশাসনের মিটিং থেকে। সিউড়িতে এ বিষয়ে আলোচনা সভায় বীরভূমের জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি, পাঁচামি মাইনস অনার্স এসোসিয়েশনের সদস্য, লরি মালিক সংগঠন ও ব্যবসায়ী সমিতির লোকজন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ঝাড়খণ্ডের দুমকা জেলার আধিকারিকদের সাথেও ভার্চুয়ালি বৈঠক করেন।
এই ব্যারেজে সম্প্রতি ফাটল লক্ষ্য করেন বিশেষজ্ঞরা। যার ফলে ব্যারেজটি দ্রুত মেরামত করার সিদ্ধান্ত গ্রহন করা হয় প্রশাসনিক ভাবে। এই মেরামতির কাজের জন্যোই তিলপাড়া ব্যারেজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আগামী ১৫ই ডিসেম্বর থেকে এই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং তা কাজ শেষ না হওয়া পর্যন্ত দুই মাস এই যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। জানা গিয়েছে এই দুই মাস এই ব্যারেজের তিলপাড়া ব্যারেজ দিয়ে কোন ভারী যান চলাচল করা যাবে না। তবে যাত্রীবাহী বাস, ছোট গাড়ি , বাইক এবং তিন চাকার যান গুলি চলাচল করতে পারবে।
আগামী ১৫ই ডিসেম্বর থেকে পরবর্তী দুই মাস তিলপাড়ার ব্যারেজের মেরামতির কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তিলপাড়া ব্যারেজ দিয়ে ভারী যান চলাচল করতে পারবে না। পরিবর্তে তথা বিকল্প রাস্তা হিসেবে সিউড়ি ভায়া আমজোড়া রানীশ্বর হয়ে শেওড়াকুড়ি মোড়ে জাতীয় সড়কে উঠবে। অন্যদিকে মহম্মদ বাজার থেকে সাঁইথিয়া হয়ে সিউড়িতে ঢুকবে। উল্লেখ্য জেলায় পাথর শিল্পের উপর দাঁড়িয়ে রয়েছে জেলার একটি বড় অংশের অর্থনীতি। সেটাকে লক্ষ্য রেখে বিকল্প রাস্তার ব্যবস্থা করা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct