নিজস্ব প্রতিবেদক , হাওড়া, আপনজন: আবাস নিয়ে এবার খুনের ঘটনা উলুবেড়িয়ায়!জানা গেছে,আবাসের তালিকায় নাম না থাকার সন্দেহে কাকাকে খুন করল ভাইপো!ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উলুবেড়িয়া থানার অন্তর্গত তপনা গ্রাম পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুর গ্রামে। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পলাতক। জানা গেছে, গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্যর স্বামীর কারসাজিতেই আবাস যোজনার তালিকায় নাম বাদ গিয়েছে। এই সন্দেহে পঞ্চায়েত সদস্য রানুবালা পন্ডিতের স্বামী সমীরণ পন্ডিতকে (৫৪) কুপিয়ে খুনের অভিযোগ উঠল মৃতের খুড়তুতো ভাইপো বিকাশ পন্ডিত ও তার সঙ্গীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, কয়েক দিন আগে আবাস যোজনার নামের তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় বিকাশ পন্ডিতের নাম ছিল না। যেটা নিয়ে বিকাশের একটা সন্দেহ ছিল, তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার পেছনে তাঁর কাকা সমীরণের হাত আছে। এই নিয়ে ঝগড়াও হয়েছিল। কিন্তু তাতেও অশান্তি মেটেনি। বাড়ি থেকে ৫০ মিটার দূরে বিকাশ পন্ডিত ও তার সঙ্গীরা সমীরণকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ।শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় সমীরণকে প্রথমে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হলে মাঝপথে রাস্তায় তাঁর মৃত্যু হয়!মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বাগান্ডায় সমীরণ পন্ডিতের তিন বছরের নাতির জন্মদিন ছিল। বিকেলে জন্মদিন বাড়ি থেকে ফিরে জরির কাজ আনতে গিয়েছিলেন সমীরণ। অভিযোগ, ফেরার পথে বাড়ি থেকে ৫০ মিটার দূরে বিকাশ পন্ডিত ও তার সঙ্গীরা সমীরণকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালায়।এরপর সমীরণকে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করা হয় কলকাতায়।সেখানেই যাওয়ার পথেই রাস্তায় মৃত্যু হয়।পুরো ঘটনার তদন্তে নেমেছে উলুবেড়িয়া থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct