আপনজন ডেস্ক: ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ১৯৯১ সালের উপাসনাস্থল (বিশেষ বিধান) আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনের শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। প্রধান বিচারপতি খান্নার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন। আগামী ১২ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় মামলার প্রথম শুনানির দিন ধার্য করা হয়েছে। শনিবার আদালতের প্রকাশিত কার্যতালিকায় মামলাটি নবগঠিত বিশেষ বেঞ্চে দেখানো হয়। এই মামলায় ১৯৯১ সালের আইনের বৈধতা চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি পিটিশন জড়িত। আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় সহ আবেদনকারীরা ১৯৯১ সালের আইনে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ এবং শিখদের তাদের উপাসনালয়গুলি “পুনরায় দাবি” করার নিষেধাজ্ঞা জারির বিরোধিতা করেন আদালতে।
অন্যদিকে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং জমিয়তে উলেমা-ই-হিন্দের মতো মুসলিম সংগঠনগুলি বলছে, জনস্বার্থের আবেদনগুলি এমন একটি কেন্দ্রীয় আইনকে চ্যালেঞ্জ করতে পারে না, যা ধর্মীয় স্থানগুলির রক্ষাকবচ দিয়েছে। কারণ, ধর্মস্থান আইন, ১৯৯১ অনুযায়ী ১৯৪৭ সালের ১৫ আগসের আগের ধর্মস্থানগুলি চরিত্র পরিবর্তন করা যায় না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct