নিজস্ব প্রতিবেদক , মালদা, আপনজন: কালিয়াচকের সিলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাহাদুপুর আদালত মন্ডল টোলা গ্রাম সহ পার্শ্ববর্তী বহু গ্রামের মানুষজনের যাতায়াতের একদম নির্জন শুনশান অন্ধকার রাস্তা আর সেই রাস্তা দিয়েই নিত্যদিনে প্রায় কয়েকশত মানুষের যাতায়াত। এবং ওই গ্রামেরই বহু বছরের পুরোনো কবরস্থান সহ জানাজা নামাজের জায়গা। আশেপাশে রয়েছে আমবাগান ও চারিদিকে বন জঙ্গলে ঘেরা দিনের বেলাতেও হিংস্র কুকুর আর শিয়ালেরা রাস্তায় ঘোরাফেরা করে। তবে এলাকার বহুদিনের দাবি পূরণ করলেন মিমের স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যা নিলুফা খাতুন। এদিন কালিয়াচক-১ পঞ্চায়েত সমিতির সদস্যা নিলুফা খাতুনের উদ্যোগে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে একটি টাওয়ার লাইটের শুভ উদ্বোধন করেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন এর দক্ষিণ মালদার সভাপতি রেজাউল করিম। এছাড়াও ছিলেন, জেলা নেতৃত্ব ইকবাল, পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী গোলাম মার্তুজ, টনি খান, আসিক রেজা ও বুথ সভাপতি মুহাম্মদ সেলিম সহ দলের কর্মীবৃন্দরা।
পঞ্চায়েত সমিতির সদস্যা জানান, এটা সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরে খুবই ভালো লাগছে। এবং আগামী দিনে জণগণের উন্নয়নের জন্যে তাদের পাশে সর্বদা আমরা আছি। এই রাস্তা দিয়ে বহু মানুষের পথচলা ও কবরস্থানে মৃতদের দাফনকাজে প্রচুর অসুবিধায় পড়তে হত। এই লাইটের আলোয় কিছুটা হলেও মানুষের উপকারে আসবে। গ্রামের এক বাসিন্দা বলেন, টাওয়ার লাইট বসানোতে গ্রামের ও কবরস্থানের উন্নতি হল এতে আমরা ভীষণ আনন্দিত। এই রাস্তা দিয়ে অঞ্চল অফিস ও ব্যাঙ্কে মহিলারা যাতায়াত করত তাদের সকলের জন্যেই বিশেষ সুবিধা হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct