সুভাষ চন্দ্র দাশ , ক্যানিং, আপনজন: প্রত্যন্ত গ্রাম বাংলার মাঠে মাঠে চলছে ধান কাটা এবং বেঁধে ঘরে তোলার কাজ।শীতের সকাল।মাঠের মধ্যে কাটা ধানের উপর রোদ পোহাচ্ছিল একটি এক ফুট লম্বা বিষধর কেউটে সাপ।অন্যান্যদের সাথে বৃহষ্পতিবার সকালে মাঠে ধান বাঁধার কাজ করতে গিয়েছিলেন বাসন্তীর চুনাখালির মাঝের পাড়ার বাসিন্দা ইছা ঘরামী।ধান বাঁধার কাজ করছিলেন।অন্য মনস্ক হয়ে আচমকা ধানের বিচালি বাঁধতে গিয়ে সাপ সহ বিচালি বাঁধছিলেন। মুহূর্তে তার বাম হাতে কামড় দেয় কেউটে সাপ।তড়িঘড়ি কেউটে সাপটি ধরে ফেলেন ইছা। একটি কৌটোর মধ্যে ভরে ফেলেন। ঘটনার কথা অন্যান্য সঙ্গীদের জানায়।সঙ্গীসাথীরা এক মুহূর্ত অপেক্ষা না করে জীবন্ত সাপ সহ ইছা কে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছায় চিকিৎসার জন্য। ততক্ষণে খবর পেয়ে গিয়েছিলেন ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ ডাঃ সমরেন্দ্র নাথ রায়। তিনি হাসপাতালে কর্তব্যরত না থাকলেও সঠিক চিকিৎসার জন্য উদ্যোগ গ্রহণ করেন। এদিকে সাত সকালে জীবন্ত সাপ দেখতে হাসপাতাল চত্বরে উপচে পড়ে ভীড়।পরে জীবন্ত সাপটি একটি সংস্থার হাতে তুলে দেওয়া হয় বনদফতর কে দেওয়ার জন্য।অন্যদিকে আক্রান্ত ব্যক্তি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত ইছা জানিয়েছেন, বৃহষ্পতিবার সকালে মাঠে ধানা বাঁধার কাজ করছিলাম। ধান বাঁধার সময় কেউটে সাপ কামড় দেয়। সাপ ধরে হাসপাতালে নিয়ে আসি।’ এনিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ ডাঃ সমরেন্দ্র নাথ রায় বলেন, ‘সাপ ধরে কিংবা মেরে আনার প্রয়োজন নেই। সেক্ষেত্রে সাপ ধরতে গেলে কামড় দিতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct