সাদ্দাম হোসেন মিদ্দে , ভাঙড়, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের খামারআইট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ গৌর শিক্ষার্থীদের পেটপুরে খাওয়ালেন। ৪ ডিসেম্বর ২০২৪ বুধবার খাওয়া দাওয়ার আয়োজন করেন তিনি। এদিন দুপুরে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, শিক্ষকদের পরিবারের সদস্য, রাঁধুনি ও আমন্ত্রিত কিছু অতিথিদের জন্য খাওয়া দাওয়ার ব্যাবস্থা করা হয়। খাদ্য তালিকায় ছিল সাদা ভাত, ডাল, সবজি, পোল্ট্রির মাংস, মিস্টি ও চাটনি।
শিক্ষক বিদ্যুৎ গৌরের বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের বাগডোবা গ্রামে। তিনি খামার আইট প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। যোগদান উপলক্ষে এদিনের খাওয়া দাওয়ার আয়োজন বলে তিনি জানান। খামার আইট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ মোফিজুল ইসলাম জানান, এদিন প্রায় ১৫০ জন ব্যক্তি খাওয়া দাওয়া করেন। এদিন প্রধান শিক্ষক মহম্মদ মোফিজুল ইসলাম, সহ শিক্ষক বিদ্যুৎ গৌর, সুজয় চৌধুরী, বুলবুল ইসলাম, ফেরদৌসী খাতুন ও বিদ্যালয়ের রাঁধুনি রা শিক্ষার্থী ও অতিথিদের আপ্যায়ন করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct