জয়প্রকাশ কুইরি , পুরুলিয়া, আপনজন: পুরুলিয়ার আড়ষা ব্লকের হেঁসলা অঞ্চলেন ঝুঁঝকা স্কুলের নিকটে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যা অঞ্জনা মাহাতোর খামারে একটি বাড়ি তৈরী করা হয়েছে। কিন্তু সেই বাড়িতে লেখা রয়েছে কন্সট্রাকশন অফ পাবলিক টয়লেট এট হেসলা শ্মশান নিয়ার চেক ড্যাম, ঝুঁঝকা। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জোর বিতর্ক উঠেছে এই নির্মাণকে ঘিরে। এলাকাবাসীর অভিযোগ, ঝুঁঝকা গ্রামের শ্মশানে কোন পাবলিক টয়লেট নির্মাণ করা হয়নি। সেখানে পাবলিক টয়লেট নির্মাণ করার কথা থাকলেও সেটি তৈরি করা হয়নি।
তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যার খামার বাড়িতে ঝুঁঝকা স্কুলের নিকটে একটি বাড়ি তৈরি করা হয়েছে এবং তাতে লেখা হয়েছে, পাবলিক টয়লেট এট হেঁসলা শ্মশান নিয়ার চেক ড্যাম ঝুঁঝকা। এবিষয়ে বিরোধী নেতৃত্বরা বলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা শেষ পর্যন্ত শ্মশান ঘাটের পাবলিক টয়লেটকে চুরি করে নিজের খামারে বসিয়েছে। এর থেকে আর খারাপ কাজ কি হতে পারে। এর বিরুদ্ধে আগামীর দিনে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানান বিজেপি নেতৃত্বরা।
যদিও এই বিষয়ে হেশলা গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করা হলে তারা সাংবাদিকদের এড়িয়ে যান। পঞ্চায়েত প্রধান দিবাঙ্গনা কুমার বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আড়সা ব্লকের বিডিও গোপাল সরকার বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই রিপোর্ট চেয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে চিঠি করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct