নিজস্ব প্রতিবেদক , হুগলি, আপনজন: হুগলির বৈদ্যবাটি চৌমাথা ভাই ভাই সংঘ ক্লাব প্রাঙ্গণে কালা দিবস পালিত করলো অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ও শান্তিকামী মানুষ জনের সহযোগিতায়। অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফের ভুমি পুত্র আবু আফজাল জিন্না নাতিদীর্ঘ বক্তব্যে বলেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর আজ থেকে তেত্রিশ বছর পূর্বে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল। সেটা অত্যন্ত দুঃখজনক। লিবারহান কমিশনের রিপোর্ট কে বুড়ো আঙুল দেখিয়ে যেনতেন প্রকারনে সংবিধান কে উপেক্ষা করে বিচার হল। এ দিনটা আমাদের কাছে দুঃখের । মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি প্রত্যেক ধর্মের মানুষের কাছে পবিত্র স্থান। সুতরাং মসজিদ, মন্দির, গির্জার উপর যারা আক্রমণ করে তারা অন্ততঃ মানুষ্যজাতি বলে বিবেচিত নয়।
জিন্না আরও বলেন, সেদিনে বহু মানুষ শহীদ হয়েছিল তাদের জন্য দোয়া করা হয়। একটা অংশ দেশের মধ্যে অশান্তি করতে চাইছে আমরা তাদের বিরুদ্ধে। সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে সৌভ্রাতৃত্ব বজায় রেখে চলুক।এটাই আমরা কামনা করি। উপস্থিত ছিলেন সমাজসেবী মহাম্মদ জুনজুন, মহাম্মদ সাজাহান, সেখ মহাম্মদ রাজ সহ আরো অনেকে। দেশবাসীর কল্যাণ কামনা করে সমাপ্ত হয় কালা দিবস পালন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct