নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরেও কালা দিবস পালন করা হলো আলিয়া বিশ্ববিদ্যালয় তালতলা ক্যাম্পাসে । ১৯৯২ সালে ৬ ই ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ দিবসে প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রতি বছর কালাদিবস হিসাবে দিনটিকে পালন করে থাকে । এদিন আলিয়া বিশ্ববিদ্যালয়ের তালতলা ক্যাম্পাস থেকে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ মিছিলেরও আয়োজন করা হয় । মিছিলে মাদ্রাসা ছাত্র ইউনিয়নের শতাধিক সদস্যরা উপস্থিত ছিলেন।
এ দিন উপস্থিত ছিলেন কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও ছাত্র সংসদের অন্যতম সদস্য তথা সিরাতের রাজ্য সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান বলেন, ‘ঐতিহাসিক বাবরি মসজিদের স্মরণে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে প্রতিবছর এদিনটি কালা দিবস হিসেবে পালন করে থাকে, নতুনদের পাশে প্রাক্তনীদের থাকা উচিত বলে আমি ছুটে এসেছি । আসলে বাবরি মসজিদ আমাদের আবেগের, ভালোবাসার । বাবরি মসজিদ ধ্বংসকে কেন্দ্র করে দেশের গণতন্ত্র বিনষ্ট হয়েছে । জাতীয় সংহতি, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, সংবিধানের পবিত্রতা নষ্ট হয়েছে । ফলে আমরা আমাদের আবেগের বাবরি মসজিদকে ইতিহাসের পাতা থেকে তুলে দেওয়া গেলেও আমাদের মন থেকে তুলে দেওয়া যায়নি ।’
মিছিল থেকে মাদ্রাসা ছাত্র ইউনিয়নের মুখপাত্র আব্বাসউদ্দীন বলেন, ‘বাবরি মসজিদকে জোর পূর্বক শহীদ করে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে । তাই আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো, সঙ্গে আমাদের পরবর্তী প্রজন্মকে জানিয়ে যাবো বাবরি মসজিদকে অবৈধভাবে ধ্বংস করা হয়েছিল ।’ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি কামরুজ্জামান, ক্যাশিয়ার মুদাসসির মন্ডল, মাসিদুর রহমান, এবাদুল্লাহ, হাবিবুর রহমান, জাহিদা খাতুন, মুসতানা খাতুন প্রমুখ ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct