মোস্তাফিজুর রহমান, দিল্লি, আপনজন: মহামেডান-০ পাঞ্জাব এফসি-২ (লুকা মাজসেন,মিরজালক)। এ যেন সেই ইঁদুর আর বিড়ালের নীতিগল্প! যেখানে ইঁদুরেরা সংকল্প করে বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দেওয়া হবে,তাহলে ঘন্টার আওয়াজে সবাই পালাবে। কিন্তু গল্পের নীতিবাক্য ছিল; ‘বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে?’।
মহামেডানও প্রতি ম্যাচের আগে ঢাকঢোল পিটিয়ে জয়ের প্রতিশ্রুতি দেয়,আত্মবিশ্বাসের গল্প শোনায়।কিন্তু মাঠে বিগ জিরো।
আসলে নীতি গল্পের মতো এখানেও একটাই প্রশ্ন- মহামেডানে গোলটা করবে কে?
মানজোকি চরম ব্যর্থ। ফাঁকা গোলে বলে পা ছোঁয়াতে ব্যর্থ। রেমসাঙ্গা দু’দুটো ওপেন চান্স মিস করলো। ফ্রাঙ্কা কোনদিই স্ট্রাইকার ছিল না। অ্যালেক্সিস,কাশিমভদের দিশাহীন শট মহামেডানকে আরো অন্ধকারে ঠেলে দিলো।
তবে মহামেডান মিস করলে,প্রতিপক্ষ তো আর বসে থাকবে না! স্বদেশী খেলোয়াড় সম্পন্ন মহামেডান ডিফেন্সকে মাটি ধরিয়ে দিলেন লুকা,মিরজালকরা।
৫৮ মিনিটে অমরজিতের মিস ক্লিয়ারেন্স জালে পাঠান লুকা মাজসেন। ৬৬ মিনিটে মাঝমাঠে মহামেডান খেলোয়াড়ের ভুল পাস ধরে পাঞ্জাবকে ২-০ গোলে এগিয়ে দেন মিরজালক।এছাড়াও বার দুয়েক পাঞ্জাব ফরোয়ার্ডদের শট পোস্ট কাঁপিয়ে ফিরে আসে।নতুবা দিল্লিতে আরো বড় লজ্জা অপেক্ষা করেছিল মহামেডানের জন্য।
আপাতত ১০ ম্যাচের ৭ টি’তে হেরে লিগ টেবিলের তলানিতে অস্ত যাচ্ছে মহামেডান সূর্য। সমর্থকরা হাপিত্যেশ করে বসে আছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর জন্য, যদি কর্মকর্তারা একটা ভালো গোলগেটার এনে দুশ্চিন্তার কালো মেঘ দূর করেন!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct