মোহাম্মদ জাকারিয়া , করণদিঘি, আপনজন: উত্তর দিনাজপুর জেলার করণদীঘী ব্লকে বৃহস্পতিবার সিপিআইএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে কৃষি আধিকারিকের কাছে এক প্রতিবাদমূলক ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য ছিল সারের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আওয়াজ তোলা এবং কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান দাবি করা।ডেপুটেশনে অভিযোগ করা হয়, কিষাণ মান্ডিতে অনৈতিক কাজকর্মসহ দুর্নীতি বাড়ছে, রাসায়নিক সারের কালোবাজারি চলছে, এবং সরকারি কৃষি খামারে নিম্নমানের ভূট্টার বীজ সরবরাহ করা হচ্ছে। এসব সমস্যা কৃষিক্ষেত্রকে সংকটে ফেলে দিচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের।সারা ভারত কৃষক সভার করণদীঘি ব্লক সম্পাদক মইনুল হক জানান, “আমরা কৃষকদের সমস্যাগুলি তুলে ধরতে আজ কৃষি দপ্তরে ডেপুটেশন প্রদান করেছি। যদি আমাদের দাবি পূরণ না হয়, তবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”ডেপুটেশনে উপস্থিত ছিলেন ব্লক সম্পাদক মইনুল হক, পঞ্চায়েত সমিতির সদস্য বরজাহান আলম, সিপিআইএম নেতা গোলাল দাস, এজাবুল আনুয়ার এবং আয়েস আলীসহ আরও অনেক নেতা। এদিনের প্রতিবাদে করণদীঘি কৃষি দপ্তরের চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct