রাজু আনসারী , অরঙ্গাবাদ, আপনজন: জঙ্গিপুর পুলিশ জেলায় বড়সর রদবদল। একসঙ্গে বদলি করা হলো সামশেরগঞ্জ থানার ওসি এবং সাগরদিঘী থানার ওসিকে। সরিয়ে দেওয়া হয় সুতি থানার আইসিকে। বৃহস্পতিবার দুপুরে জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে প্রকাশিত রদবদলের তালিকায় শামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার এবং সাগরদিঘী থানার ওসি বিজন রায়। সামশেরগঞ্জ থানার নতুন ওসি হয়েছেন রঘুনাথগঞ্জ ট্রাফিক গার্ডের ইনচার্জ সাব ইন্সপেক্টর শিবপ্রসাদ ঘোষ। বর্তমান ওসি অভিজিৎ সরকারকে পাঠানো হয়েছে সাগরদিঘি থানার ওসি করে। পাশাপাশি সাগরদিঘী থানার বর্তমান ওসি বিজন রায়কে সুতি থানার ওসি করা হয়েছে। দুই থানা ওসি রদবদলের পাশাপাশি জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকার সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরদের রদবদল করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, ২০২৩ সালের ৪ ঠা ডিসেম্বর সামশেরগঞ্জ থানার ওসি হিসাবে নিয়োগ দেওয়া হয় অভিজিত সরকারকে। একইদিন সাগরদিঘী থানার ওসি হয়েছিলেন বিজন রায়। ঠিক এক বছর পরেই দুই থানার ওসিকে রদবদল করা হলো। যদিও সুতি থানায় দীর্ঘ সময় ধরেই আইসি হিসাবে ছিলেন প্রসূন মিত্র। এবার সুতি থানায় ওসি থানার হিসেবে বিজন রায়কেই পোস্টিং দিল জঙ্গিপুর পুলিশ জেলা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct