আরবাজ মোল্লা , নদিয়া, আপনজন: গোপন সূত্রে খবর পেয়ে এক ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। বাজেয়াপ্ত করা হয় বিভিন্ন নামি কোম্পানির ব্যান্ড লাগানো ঘি ভর্তি টিন। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদে পর গ্রেপ্তার ব্যবসায়ী। শান্তিপুর ফুলিয়ার দু’নম্বর মাঠপাড়া এলাকার ঘটনা।বৃহস্পতিবার বিকেলে ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের ডিএসপি লক্ষীনারায়ণ দের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘি ব্যবসায়ী বরুন কুমার ঘোষের বাড়িতে হানা দেন। সেখানে লক্ষ্য করা যায় ঘি তৈরি করে বিভিন্ন নামি কোম্পানির স্টিকার লাগানো টিনের মধ্যে মজুদ করা হয়েছে, এরপরেই ব্যবসায়ী বরুণ কুমার ঘোষ কে জিজ্ঞাসাবাদ শুরু করে ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকাই বাজেয়াপ্ত করা হয় ২৭ টি বিভিন্ন নামি কোম্পানির স্টিকার লাগানো ঘি ভক্তি টিন, এছাড়াও ১১ টি নামি কোম্পানির স্টিকার লাগানো খালি টিন। বিশেষ অভিযানের শেষে ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের ডিএসপি জানান,অনেকদিন ধরে এই ধরনের কারবার চলছে এই ঘি ব্যবসায়ীর বাড়িতে,সেই মোতাবেক আমরা অভিযান চালায় এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে একাধিক তথ্য উঠে আসে।যার কারণে বিভিন্ন নামি কোম্পানির স্টিকার লাগানো ঘি ভর্তি টিন এবং বেশ কিছু খালি টিন বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ী বরুণ কুমার ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে।পরবর্তীতে আইনের আওতায় সমস্ত নিয়ম মেনে পদক্ষেপ গ্রহণ করা হবে। জানা গেছে এই ঘি ব্যবসায়ীর বাড়িতে গতকালও হানা দিয়েছিল ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা।ঘিয়ের বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছিল।দ্বিতীয়বার অভিযানে করা পদক্ষেপ নিল ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct