সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: বেহাল রাস্তায় দীর্ঘদিন ভোগান্তি চলছিল। অবশেষে নতুন ভাবে মোট সাতটি রাস্তার তৈরির উদ্বোধন হওয়ায় স্বস্তি একাধিক গ্রামের বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল কাঁচা বেহাল রাস্তা পাকা করার। সেই দাবি মেনে সম্পূর্ণ নতুন রাস্তার কাজের উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি। রাস্তা গুলি তৈরি হবে বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে।
তালডাংরার ফুলমতি আদিবাসী বাঁধ থেকে কড়রা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। এলাকার বাসিন্দারা প্রশাসনের বিভিন্ন জায়গায় রাস্তা তৈরির দাবি জানিয়েছিলেন। সেই দাবি মেনে বৃহস্পতিবার সকালে নতুন রাস্তার কাজের উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়।
সভাধিপতি জানান, মানুষের দাবি মেনে রাস্তার কাজ শুরু হল। রাস্তাটি তৈরি হলে আশেপাশের ৫-৬ টি গ্রামের মানুষজন উপকৃত হবেন পাশাপাশি জেলা পরিষদের আর্থানুকল্যে দীর্ঘ এই ৩ কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১ কোটি ৪৩ লক্ষ টাকা বলে তিনি জানান। একই সঙ্গে এই রাস্তার পাশাপাশি তালডাংরা ব্লকে আরও তিনটি রাস্তা ও ইন্দপুর ব্লকে চারটি রাস্তা মোট আটটি রাস্তার প্রায় ১০ কিলোমিটার নতুন রাস্তা জেলা পরিষদের পক্ষ থেকে তৈরি করার কাজ শুরু হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা অসিত রায় জানান, বর্ষাকালে কাদা রাস্তার উপর দিয়ে যাতায়াতে সব থেকে বেশি কষ্ট হতো। রাস্তা কাজ শুরু হওয়াতে বেজায় খুশি বলে তিনি জানান।
স্কুল পড়ুয়ারা জানায়, রাস্তা তৈরি হলে স্কুল যাতায়াতে সময় কম লাগবে পাশাপাশি ঘুর পথে স্কুল যেতে হবে না বলেও তারা জানায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct