নিজস্ব প্রতিবেদক, হাড়োয়া, আপনজন: বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সারা বাংলা প্রতিবন্ধী অ্যাসোসিয়েশনের পরিচালনায় হাড়োয়া সার্কাস ময়দানে ৮ দলীয় নকআউট প্রতিবন্ধীদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ৷ এদিনের ফুটবল টুর্নামেন্টে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত ৷ আর এই বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করতে এদিন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিয় এবং আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট ক্রীড়াবিদ কোচেস্ এসোসিয়েশন অফ বেঙ্গল এর কনভেনার বিশিষ্ট সমাজসেবী ইসমাইল সরদার, বিশিষ্ট সমাজসেবী আব্দুল খালেক মোল্লা, ফরিদ জমাদার, সারা বাংলা প্রতিবন্ধী অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান রেজাউল মোল্লা, হারাধন মন্ডল সহ এলাকার বিশিষ্টজনেরা ৷ জীবন যুদ্ধে হার না মানা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অনুপ্রাণিত করতে এ দিন বক্তব্য রাখেন উপস্থিত বৈশিষ্ট্যজনেরা৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct